বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আগামী ৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টিপাত হবে কলকাতায়, ভাসবে রাজ্যের একাধিক জেলাও

আগামী ৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টিপাত হবে কলকাতায়, ভাসবে রাজ্যের একাধিক জেলাও

বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। (ছবি সৌজন্যে এএনআই)

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতাক একাধিক জায়গায় আজও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

লাগাতার বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালতা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে লাগাতার বর্ষণের জেরে ইতিমধ্যেই কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় জলমগ্ন। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে পাটুলি, বাঘাযতীন, আলিপুর, বেহালা, তারাতলা, সাদার্ন অ্যাভিনিউ, শরৎ বসু রোজ, বালিগঞ্জ, কসবা, কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতাক একাধিক জায়গায় আজও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা। এর ফলে চলতি সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। দার্জিলিং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত আছে। এছাড়া পশ্চিম পঞ্জাব থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ নিম্নচাপ অক্ষরেখা শক্তি কিছুটা বাড়তে পারে। যার জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গে।

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.