চার দিন নাগাড়ে বৃষ্টির পর অবশেষে আশার খবর। সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। উন্নতি হবে আবহাওয়ার। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে রাজ্যজুড়ে।
আরও পড়ুন - অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র
পড়তে থাকুন - জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নয়, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু,ক্ষতিপূরণ ফেরাল পরিবার
সোমবার বেলা ১২টার উপগ্রহ চিত্র অনুসারে ঝাড়খণ্ডের রাঁচির কাছে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্রটি। যার জেরে ছোটনাগপুরের মালভূমির বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। ভারী বর্ষণ চলছে পুরুল্যা - বাঁকুড়াসহ দক্ষিণের জেলাগুলিতেও। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার ক্রমশ উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। রাত বাড়লে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর সকালে ঝলমলে রোদ দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের আকাশে।
উপগ্রহ চিত্র অনুসারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় বিকেলের মধ্যে আবহাওয়ার ব্যাপক উন্নতি হতে পারে। তার পর দুর্যোগ কাটবে মুর্শিদাবাদ ও নদিয়ার আকাশ থেকে। মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে পুরুল্যায়।
তবে নিম্নচাপের ফেলে যাওয়া জলীয় বাস্পের কারণে দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন - 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা'
নিম্নচাপের প্রভাবে গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। অবশেষে সেই বৃষ্টিতে বিরাম পড়ার সম্ভাবনা দেখা গেল।