বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নববর্ষে দমকা হাওয়ার সঙ্গে ঝড়–বৃষ্টির পূর্বাভাস, আজও বৃষ্টির সম্ভাবনা বাংলায়

নববর্ষে দমকা হাওয়ার সঙ্গে ঝড়–বৃষ্টির পূর্বাভাস, আজও বৃষ্টির সম্ভাবনা বাংলায়

নববর্ষে ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। (ছবি সৌজন্য পিটিআই)

এই পরিস্থিতির মধ্যে নববর্ষে ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

প্রায় রোজই মেঘলা আকাশ দেখা যাচ্ছে কলকাতায়। কিন্তু বৃষ্টির দেখা নেই। সুতরাং হাঁসফাঁস গরমে নাজেহাল শহরবাসী। বৃষ্টির পূর্বাভাস থাকলেও গলদঘর্ম অবস্থা সহ্য করতে হচ্ছে। আবার সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই উঠছে চড়া রোদ। এই পরিস্থিতির মধ্যে নববর্ষে ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্রসংক্রান্তিতেও হতে পারে ঝড়–বৃষ্টি। এমনকী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকে আকাশ মেঘলা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। কয়েকদিন ধরে পূর্বাভাস থাকা সত্ত্বেও তেমনভাবে বৃষ্টি দেখা না মেলায় অস্বস্তিতে পড়েছে শহরবাসী। তবে বুধবার থেকে ঝড়–বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

রবিবারের তুলনায় খানিকটা হলেও তাপমাত্রা বেড়েছে এদিন। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭–২৮ ডিগ্রির কাছাকাছি। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ২/১ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‌ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়–বৃষ্টি হতে পারে অন্য জেলাতেও।

বাংলার মুখ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.