প্রচন্ড গরমে ফুটছে দক্ষিণবঙ্গ। দুপুরের কলকাতায় বের হওয়া যাচ্ছে না। কার্যত ফুটছে কলকাতা। কবে বৃষ্টি আসবে তার অপেক্ষায় চাতকের প্রতীক্ষা জেলায় জেলায়। তার মধ্য়েই স্বস্তির বৃষ্টি নামল শিলিগুড়ির কাছে। শিলিগুড়ির অদূরে সেবক সংলগ্ন শালুগাড়া এলাকায় এদিন বৃষ্টি নামে। প্রচন্ড গরমের মধ্য়ে বৃষ্টি স্বস্তি এনে দেয়। আকাশেও মেঘের ঘনঘটা। এদিকে শিলিগুড়িতেও ঝোড়ো হাওয়া বইছে। এর জেরে শহর শিলিগুড়িতে গরমের সেই তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। এদিকে শিলিগুড়ির কাছেই এই রিমঝিম বৃষ্টির জেরে এলাকায় এখন খুশির হাওয়া। এদিন বৃষ্টি শুরু হতেই অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন। বৃষ্টিতে ভিজতে দেখা যায় অনেককেই।
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়িতে এদিন ঝোড়ো হাওয়া দিচ্ছে। এর জেরে অত্যন্ত স্বস্তি পেয়েছেন শহরবাসী। তবে শুধু শহর শিলিগুড়িতেই নয়, এদিন পাহাড়ে বেড়াতে যাওয়ার একাধিক পর্যটক এদিন দুপুরে দাবি করেছিলেন, সেই ঠান্ডা নেই পাহাড়ে। দিনের বেলা বেশ গরম করছে। অনেকেই ঠান্ডার খোঁজে পাহাড়ে বেড়াতে গিয়ে বেশ অস্বস্তির মধ্যে পড়েছেন। তবে এদিন বিকাল থেকে পরিস্থিতির কিছুটা বদল হতে শুরু করেছে। বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি।
এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে কালও তাপপ্রবাহ চলবে। ভয়াবহ পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে।
বুধবার আলিপুরে ৪০.২ ডিগ্রি সেন্টিগ্রেড, দমদমে ৪১.৪ ডিগ্রি, মালদায় ৪২ ডিগ্রি, সল্ট লেকে ৪২.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ৪৩.২ ডিগ্রি, আসানসোলে ৪৩.২ ডিগ্রি, বাঁকুড়ায় ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে এসবের মধ্য়েই আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। ২১শে এপ্রিল থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলে, দুই চব্বিশ পরগনায়, দুই মেদিনীপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে এই বৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে আহাওয়া দফতর সূত্রে খবর। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি কম হলেও তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর জেরে অস্বস্তি কিছুটা কমবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বুধবার শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ায় এদিন বৃষ্টি নামে। এর জেরে সেই গরমের তীব্রতা অনেকটাই কমেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup