বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Junior Doctors Protest Update: 'মমতা আসার পরে হয়তো দিশেহারা হয়ে পড়েছিলাম, কালীঘাট থেকে ফিরে দিশা খুঁজে পেলাম'

WB Junior Doctors Protest Update: 'মমতা আসার পরে হয়তো দিশেহারা হয়ে পড়েছিলাম, কালীঘাট থেকে ফিরে দিশা খুঁজে পেলাম'

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তাররা। (ছবি সৌজন্যে পিটিআই)

মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে কিছুটা দিশাহীন হয়ে পড়েছিলেন বলে ইঙ্গিত দিলেন জুনিয়র ডাক্তাররা। তবে রাতে যখন কালীঘাট থেকে ফিরে আসেন, তখন তাঁরা ফের নিজেদের দিশা খুঁজে পেয়েছেন বলে দাবি করলেন। সেইসঙ্গে হুংকার দিয়ে বললেন, 'কান টানলে মাথাও আসবে।’

দুপুরে মুখ্যমন্ত্রীর আগমন, সন্ধ্যায় কালীঘাটে জুনিয়র ডাক্তাররা, রাতে ব্যর্থ বৈঠক এবং সন্দীপ ঘোষদের গ্রেফতার- জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ঘিরে শনিবার একের পর এক ঘটনা ঘটল। কিন্তু শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হল না। আর তারপর স্বাস্থ্যভবনের সামনে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যুক্ত এক ‘মুখ’ বললেন, ‘শনিবার বিকেল পর্যন্ত আমরা এখানে খানিকটা হলেও দিশেহারা ছিলাম। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসার পরে আমরা হয়তো খানিকটা দিশেহারা ছিলাম। এখান থেকে বেরোনোর আগে কিছুটা দিশেহারা ছিলাম। কিন্তু কালীঘাট থেকে ফিরে এসে দিশা খুঁজে পেয়েছি। প্রমাণ করলাম যে আমরা দিশাহীন হইনি।’

‘প্রাতিষ্ঠানিক মার্ডার, কান টানলে মাথাও আসবে’

'আজ কান এসেছে, কান টানলে মাথাও আসবে'- কালীঘাট থেকে সল্টলেকে স্বাস্থ্যভবনের কাছে ফিরে এসে এমনই হুংকার দিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরে জুনিয়র ডাক্তাররা যখন ফিরে আসছিলেন, তখনই খবর আসে যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

আর তারপরই 'কান টানলে মাথাও আসবে' বলে হুংকার দেন জুনিয়র ডাক্তাররা। তবে সেই ‘মাথা’ কে বা কারা, তা নিয়ে নির্দিষ্টভাবে কোনও মন্তব্য করেননি জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, সন্দীপদের গ্রেফতারিতে সিলমোহর পড়ে গেল যে স্বাস্থ্যভবন পুরোপুরি দুর্নীতির আখড়া হয়ে উঠেছে।

আরও পড়ুন: Lady Junior Doctors crying at Kalighat: ‘দরজাটা বন্ধ করে দিলেন’, মমতার বাড়ির সামনে হাউ-হাউ করে কেঁদে ফেললেন ডাক্তাররা

সল্টলেকের ধরনা মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যুক্ত এক ‘মুখ’ বলেন, আমাদের বোনের সঙ্গে হয়েছে, 'সেটা প্রাতিষ্ঠানিক মার্ডার। কোনও একজন ব্যক্তি সেই কাজটা করতে পারেন না। আজ কান এসেছে। কান টানলে মাথাও আসবে। এটা আমাদের বিশ্বাস।' সেইসঙ্গে তিনি দাবি করেন, ৩৫ দিন ধরে যে আন্দোলন হচ্ছে, সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসির গ্রেফতারির মাধ্যমে সেই লড়াইয়ের ক্ষেত্রে একটা ছোট জয় এল।

‘একটা ভুল চালের জন্য অপেক্ষা করা হচ্ছে’

অপর এক জুনিয়র ডাক্তার বলেন, ‘আমাদের এই আন্দোলনকে প্রথমদিন থেকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, শনিবার সকাল পর্যন্ত অনেকে অভিযোগ করেছে যে এখানে যারা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে। অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ আছে। শনিবার তাঁরা প্রতিটি কথার জবাব দিয়ে এসেছেন বলে দাবি করেন ওই জুনিয়র ডাক্তার।

আরও পড়ুন: Junior Doctors' on Kalighat meeting: ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’

সেইসঙ্গে তিনি অভিযোগ করেন যে খারাপ মতলব নিয়ে অনেকে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে আসছেন। ‘অদ্ভূত-অদ্ভূত লোকেরা’ এসে কথা বলে যাচ্ছেন। পাশ থেকে ছবি তোলার চেষ্টা করছেন। একটা ভুল চালের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

‘মহিষাসুর বধ দিয়ে দুর্গাপুজো শুরু হয়েছে’

সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ঘটনাকে ‘মহিষাসুরের বধ’ বলেও দাবি করেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যুক্ত এক ‘মুখ’। তিনি দাবি করেন, ‘মহিষাসুর বধ দিয়ে দুর্গাপুজো শুরু হয়েছে।’ আগামিদিনে আরও বড়-বড় নাম সামনে আসবে বলে তিনি আশাপ্রকাশ করছেন। সেইসঙ্গে তাঁর দাবি, ভবিষ্যতে জুনিয়র ডাক্তারদের সামনে আরও বড় কাজ আছে।

আরও পড়ুন: Mamata and Tala Thana ‘OC’: ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা’, ধরল CBI

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'ব্রহ্মাস্ত্র ওর ভাবনা, আমি…', জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অয়নের তারিফ করণের ২৭ বলে ৬৬ রান উথাপ্পার! বিধ্বংসী ৬০ হাঁকালেন আরও ১ KKR প্রাক্তনী, কাঁপল শিকাগো ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.