বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দুই দিনের জন্য স্থগিত বিধানসভার অধিবেশন, ক্ষুব্ধ বামেরা

দুই দিনের জন্য স্থগিত বিধানসভার অধিবেশন, ক্ষুব্ধ বামেরা

বুধ ও বৃহস্পতিবার স্থগিত থাকবে বিধানসভার অধিবেশন।

বিধানসভা থেকে রাজভবনে কয়েকটি বিল রাজ্যপালের অনুমোদন-সহ সইয়ের জন্য পাঠানো হয়েছিল। সেই বিলগুলি ফেরত আসেনি বলেই অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

রাজ্যপালের সই হয়ে ফেরত আসেনি বিল। সেই কারণে দুই দিনের জন্য স্থগিত হয়ে গেল বিধানসভার অধিবেশন। প্রতিবাদে মুখর হয়েছেন বিরোধীরা।

মঙ্গলবার নজিরবিহীন ভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার, দুই দিনের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি রাখার ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, এর আগে বিধানসভা থেকে রাজভবনে কয়েকটি বিল রাজ্যপালের অনুমোদন-সহ সইয়ের জন্য পাঠানো হয়েছিল। সেই বিলগুলি ফেরত আসেনি বলেই অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

ঘোষণায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী বাম বিধায়করা। এ দিন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। ক্ষুব্ধ নেতার দাবি, রাজভবন থেকে বিল না এলে বিধানসভার অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত এর আগে কখনও নেওয়া হয়নি।

বন্ধ করুন