টানা আড়াই ঘণ্টা বৈঠক শেষে অবশেষে গলল বরফ। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি কোনও রকম বাস ধর্মঘট হচ্ছে না পশ্চিমবঙ্গে। অনড় সিদ্ধান্ত থেকে পিছু হটলেন রাজ্যের ৫ বাসমালিক সংগঠন। স্বাভাবিকভাবে এতে স্বস্তি পেলেন কয়েক হাজার নিত্যযাত্রীর। এর পাশাপাশি ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভাড়া বৃদ্ধির দাবিতে দেওয়া হয়েছিল ট্যাক্সি ধর্মঘটের ডাক। এদিন আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করে নিয়েছে সংগঠনগুলি।
বুধবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন ৫ বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি সুরজিৎ সাহা জানান, ‘আমাদের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব আশ্বাস দিয়েছেন, ডিজেলের ওপর থেকে কর কমাতে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হবে। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র কর কমালে রাজ্যও ডিজেল থেকে করের অঙ্ক কমিয়ে দেবে।’ এর পরই তিনি ৭২ ঘণ্টার টানা ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা করেন।
বাসে উঠলেই ১৪ টাকা ভাড়া, ডিজেলের দামে কর কমানো, জিএসটির স্কেল সংশোধন–সহ একাধিক দাবিতে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি ৭২ ঘণ্টা ব্যাপী রাজ্যে বাস ও মিনি বাস ধর্মঘটের ডাক দেয় বাস ও মিনিবাস মালিক সংগঠন। নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীর ভোগান্তির কথা ভেবে রাজ্য সরকার চেষ্টা করে একটা সমাধানে আসার। গত রবিবার রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনও রফাসূত্র মেলেনি। অবেশেষে এদিন সমাধান হল সমস্যার। আগামী তিনদিন আপাতত স্বাভাবিক থাকবে গণপরিবহণ। স্বস্তিতে সাধারণ মানুষ।