পুজোর মুখে একের পর এক খুশির উপহার দিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার টুইট করে নিজেই দিলেন আর এক খুশির খবর। তিনি এদিন জানান, রাজ্য সরকারের জন্য কর্মরত ওয়েবএল, ডব্লুউটিএল ও অন্যান্য বেসরকারি এজেন্সির সঙ্গে যুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীদের এবার থেকে সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে গণ্য করা হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই সিদ্ধান্তে উপকৃত হবে কয়েক লক্ষ চাকরিজীবী।
বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি কাজ অনলাইনে খুব সহজভাবেই করা যায়। পুজোর মরশুমে যেমন অনলাইনেই নেওয়া যাচ্ছে পুজোর অনুমতি। রাজ্যে অনলাইনে পাওয়া সম্ভব বিভিন্ন পরিষেবার প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘বাংলা তার ই–গভর্নেন্সের জন্য সুপরিচিত। আর বাংলার মানুষের জন্য ই–পরিষেবাগুলি উন্নত করতে দিনরাত কাজ করে চলেছেন তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীরা। আজ আমি তাঁদের জন্য আমার পুজো উপহারটি ঘোষণা করতে পেরে খুশি। এবার থেকে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করবেন রাজ্য সরকারের জন্য কর্মরত ওয়েবএল, ডব্লুউটিএল ও অন্যান্য বেসরকারি এজেন্সির সঙ্গে যুক্ত তথ্যপ্রযুক্তি কর্মীরা।’
স্বাভাবিকভাবেই এর ফলে মিলবে নানারকম সরকারি সুযোগ–সুবিধা। সে ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘মহিলা কর্মীদের ক্ষেত্রে প্রাপ্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি ওই সকল কর্মীরা বছরে ৩০টি সাধারণ ছুটি এবং ১০টি মেডিক্যাল ছুটি পাবেন। ৬০ বছর বয়স পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ নিশ্চিত থাকবে এবং টার্মিনাল বেনিফিট হিসেবে ৬০ বছর শেষে তাঁরা ৩ লক্ষ টাকা পাবেন। একইসঙ্গে, ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের অধীন তাঁদের সমস্ত মেডিক্যাল খরচখরচা বহন করবে রাজ্য সরকার।’