বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দোরগোড়ায় পুরভোট, ঘুঁটি সাজাতে ১ মার্চ শহরে অমিত শাহ

দোরগোড়ায় পুরভোট, ঘুঁটি সাজাতে ১ মার্চ শহরে অমিত শাহ

১ মার্চ কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্য বিজেপির তরফে ১ মার্চ তাঁর একটি জনসভা আয়োজনের চেষ্টা করা হচ্ছে। প্রতিটি নির্বাচনী বুথের জন্য ২০ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।

আসন্ন পুর নির্বাচনে বিজেপির প্রচার-নীতি নির্ধারণ করার উদ্দেশে ১ মার্চ কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার দিল্লিতে অমিত শাহ জানিয়েছিলেন, শাহিন বাগ বিক্ষোভ সম্পর্কে দলের কিছু নেতার মন্তব্য দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করেছে। এই কারণে রাজ্য পুরভোটে দলীয় প্রচারের নীতি নির্দিষ্ট করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনই মনে করছেন বাংলার বিজেপি নেতৃত্ব।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরের খুঁটিনাটি সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও রাজ্য বিজেপির তরফে ১ মার্চ তাঁর একটি জনসভা আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

পুর নির্বাচনে দলগত কৌশল নির্ধারণের উদ্দেশে শনিবার রুদ্ধ দুয়ার বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। প্রতিটি নির্বাচনী বুথের জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে।



আরও পড়ুন: 'ভোটের জন্য গুন্ডা আনতে গিয়েছেন', হেমন্তের শপথে মমতার উপস্থিতিতে কটাক্ষ বিজেপির


বৈঠকে উপস্থিত এক শীর্ষস্থানীয় বিজেপি নেতা জানিয়েছেন, ‘কমিটির সদস্য সংখ্যা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকায় আমাদের শক্তির উপরে। নির্বাচনী প্রচারনীতি পরে কেন্দ্রীয় ও রাজ্য নেতারা স্থির করবেন। আপাতত আমরা সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আমাদের প্রচার চালিয়ে যাব।’

রাজ্যের মোট ১০৮টি পুরসভা এবং ৭টি পুর নিগমে নির্বাচন হতে চলেছে। প্রতিটি বুথ কমিটিতে ২০ জন সদস্য রাখার পরিকল্পনা করেছে বিজেপি নেতৃত্ব। মাধ্যমিক পরীক্ষার কারণে এক মাস প্রচারে মাইক্রোফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা থাকায় ঘরে ঘরে প্রচারের পরিকল্পনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল।

অন্য দিকে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, পুর নির্বাচন ঘোষণা করার জন্য আগামী ১০ মার্চের পরে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে প্রশাসন। পুরভোট তত্ত্বাবধানের জন্য দলের ৬ শীর্ষ নেতাকে দায়িত্ব অর্পণ করেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



বাংলার মুখ খবর

Latest News

‘অভিজ্ঞতা থেকে দুজনের নামও বলেছি’,যৌন হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বলেন ঋতাভরী লেভার কাপ থেকে নাম প্রত্যাহার নাদালের, এবার কি অবসর নেবেন? সোনারপুরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি-বাড়ি পৌঁছে যাবে গ্যাস, দ্রুত গতিতে চলছে কাজ TMC-র নামে দোষ দিতে ডাক্তারদের মাথা ফাটানোর ‘প্লট’ বামেদের! ‘ভয়ংকর’ দাবি কুণালের মাটি থেকে আকাশে গেল মিসাইল, আঘাত হানল নিশানায়, পরীক্ষায় সফল হল ভারত শেষ ইচ্ছা মেনেই সীতারাম ইয়েচুরির দেহ দান করা হবে এইমস হাসপাতালে ISL 2024- MBSG vs MCFC Live- যুবভারতী থেকে মোহনবাগান-মুম্বই ম্যাচের লাইভ আপডেট… আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো একহাতে ধরে ইয়ালিনি, অপরহাতে ইউভানের জন্মদিনের কেক কাটলেন শুভশ্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.