৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল আইপিএস সৌমেন মিত্র। তাছাড়া ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও যোগ দেন অনুষ্ঠানে। করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠান। করোনা আবহে এদিন অনুষ্ঠানে কাটছাঁট হয়। মাত্র আধঘণ্টাতেই শেষ হয় অনুষ্ঠান। উল্লেখ্য, গতবছর অনুষ্ঠান সারা হয়েছিল মাত্র ১৫ মিনিটে।
এদিন প্রথমে মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার নেন। তারপর নগরপাল সৌমেন মিত্র সহ বহু পুলিশ আধিকারিককে পদক দেন মুখ্যমন্ত্রী। অসামান্য কর্মদক্ষতার জন্যে কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র সহ তিন আইপিএস আধিকারিককে পুরস্কার দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। এরপর ট্যাবলো
এদিন 'খেলা হবে' দিবস উপলক্ষে ট্যাবলো দেখা যায় রেড রোডে। তাছাড়া 'দুয়ারে রেশন', ‘দুয়ারে সরকার’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ডে’র মতো প্রকল্প দেখা যায় ট্যাবলোতে। ট্যাবলোতে ছিল ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’ও।
এর আগে এদিন সকালে এক ফেসবুক পোস্টে স্বাধীন দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’ পাশাপাশি দেশপ্রেম নিয়ে গান লিখে নিজের ফেসবুক পেজে গানের লিংক শেয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির প্রথম চার লাইন - ‘এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের।’