বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আবার ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে হোমগার্ডের চাকরি

আবার ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে হোমগার্ডের চাকরি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ( (ANI Photo))

আজ মরদেহগুলিতে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় রেল দুর্ঘটনার জেরেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বালেশ্বর থেকে রাজ্যে আসা নিহত চারজনকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। টোল প্লাজা চত্বরে সেই ব্যবস্থা করা হয়েছিল। 

আগামিকাল কটক ও ভুবনেশ্বর যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। তার জেরে শয়ে শয়ে মানুষের প্রাণ গিয়েছিল। পর দিনই বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ফিরে আর্থিক সাহায্য ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসার ব্যবস্থাও করেন। আর আজ, সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, মঙ্গলবার আবার তিনি কটকে যাচ্ছেন। এই ঘোষণার পর থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

কেন আবার কটক যাচ্ছেন?‌ ওড়িশার একাধিক হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে বাংলার মানুষজনের। সেই আহত বাংলার যাত্রীদের দেখতে আবার ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ৫৩ জনের চিকিৎসা চলছে কটকেও। তাঁদের দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ সংবাদমাধ্যমে বলেন, ‘‌এই ৫৩ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।’‌ আজ হাওড়ার টোল প্লাজায় মৃত চারজন যাত্রীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আর এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এখনও বহু যাত্রী ভর্তি আছেন ওড়িশার বিভিন্ন হাসপাতালে। তাঁদের দেখতে মঙ্গলবারই ওড়িশা যাচ্ছি।’‌

আর কী জানান মুখ্যমন্ত্রী?‌ আজ, সোমবার বালেশ্বর থেকে বেশ কয়েকটি মৃতদেহ রাজ্যে এসেছে। সেখানে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় মৃত যাত্রীদের শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘‌বাংলার মোট ৯০ জনের মৃতদেহ এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। তার মধ্যে ৭৩টি দেহ রাজ্যে এসে পৌঁছেছে। বাকি দেহগুলিকে আনা এবং শনাক্ত করার কাজ চলছে। ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে নবান্ন। সমস্ত কাজ মসৃণভাবে হচ্ছে। দুর্ঘটনায় যাঁদের হাত–পা বাদ গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আমিও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, সাঁইথিয়া দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। এত বছর পরেও কিছুই হয়নি। এটা সিবিআই–এর কাজ নয়। রেলওয়ে সেফটি কমিশনের বিষয়টা দেখা উচিত।’‌

এছাড়া আজ মরদেহগুলিতে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় রেল দুর্ঘটনার জেরেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বালেশ্বর থেকে রাজ্যে আসা নিহত চার জনকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। টোল প্লাজা চত্বরে সেই ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তিনি শেষ শ্রদ্ধা জানান। ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে আহতদের ৫০ হাজার টাকা এবং ট্রমায় যাঁরা রয়েছেন তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও ২ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বন্ধ করুন