বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী’, IAS আইনে প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতায় মোদীকে ফের চিঠি মমতার

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী’, IAS আইনে প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতায় মোদীকে ফের চিঠি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্যে পিটিআই (PTI)

মমতার অভিযোগ, এই নয়া নিয়ম চালু হলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হবে।

আইএএস সার্ভিস রুলে সংসশোধনীর বিরোধিতায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংশোধধনীকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন লেখেন, রাজ্য সরকারের মেরুদণ্ড আইএএস আধিকারিকরা। এই নয়া নিয়মের জেরে আধিকারিকদের মধ্যে ভীতি তৈরি হবে। মমতার অভিযোগ, এই নয়া নিয়ম চালু হলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হবে।

মুখ্যমন্ত্রী লেখেন, ‘সংশ্লিষ্ট আধিকারিকের মত বা তিনি যে রাজ্য সরকারের হয়ে কাজ করছেন, সেই সরকারের কোনও মত ছাড়াই যদি কাউকে একটি রাজ্য থেকে তুলে দেশের যেকোনও জায়গায় পাঠানোর নিয়ম চালু হয়, তাহলে তা আধিকারিকদের মনে ভয়ের সঞ্চার ঘটাবে। এটা ক্ষমতা কেন্দ্রীকরণ।’ মমতা আরও লেখেন, ‘এই পদক্ষেপ কেন্দ্র ও রাজ্যের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয়ে যাবে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রস্তাব করে জানায় যে তারা সেন্ট্রাল ডেপুটেশন রিজার্ভে থাকা অফিসারদের সংখ্যা বাড়াতে চায়। আর এর জন্য রাজ্য সরকারগুলি যোগ্য আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য উপলব্ধ করুক। আর বর্তমান সার্ভিস রুলের এই সংসশোধনীতে অসন্তুষ্ট মমতা। কারণ এই নয়া সংশোধনীর জেরে ফের একবার আইএএস আধিকারিকদের নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এই সংশোধনী কার্যকর হলে রাজ্য সরকারের কোনও মতামত না নিয়েই যেকোনও সেট্রাল ক্যাডারের কর্মীকে যেকোনও জায়গায় বদলি করা যেতে পারে। উল্লেখ্য এই আইনের বিরোধিতায় এর আগে ১৩ জানুয়ারিও মোদীকে একটি চিঠি লিখেছিলেন মমতা। এদিন ফের একবার চিঠি লিখে নিজের অসন্তোষের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা।

বাংলার মুখ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.