বড়দিনের মুখে খুশির খবর। পশ্চিমবঙ্গে আরও কিছুটা নিয়ন্ত্রণে এল করোনা সংক্রমণ। পরীক্ষার সংখ্যা না কমলেও ১,৬০০র নীচে নামল আক্রান্তের সংখ্যা। ধীরে ধীরে কমছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। শীতে করোনার বাড়বাড়ন্তের আশঙ্কা উড়িয়ে টিকা আসার আগেই করোনাজয়ের পথে রাজ্য।
এদিন পশ্চিমবঙ্গে ১,৫৯০ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৩,২১৪। এদিন সুস্থ হয়েছেন ২,০৫৪ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা হয়েছে ৫,১৮,৫১৬। বৃহস্পতিবার করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫০৫। এদিন রাজ্যে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৫,১৯৩। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৪৫ শতাংশ। এদিন রাজ্যে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ৪০,০০০।