
আরও কমল দৈনিক সংক্রমণ, বছরের শেষে করোনা বিসর্জন দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য
১ মিনিটে পড়ুন . Updated: 25 Dec 2020, 10:39 PM IST- শুক্রবার করোনা থেকে সেরে উঠেছেন ১,৯৫৪ জন। যার ফলে মোট সুস্থতা হয়েছে ৫,২০,৪৭০। মৃত্যু হয়েছে ৩১ জনের।
জুলাইয়ের পর পশ্চিমবঙ্গে সবার নীচে নামল করোনা সংক্রমণ। বড়দিনেও সংক্রমণ ১,৫০০-র ঘরে। সেরে উঠেছেন প্রায় ২,০০০। মৃত্যু হয়েছে ৩১ জনের।
গত কয়েকদিন ধরেই ১৫০০-র ঘরে থিতু হয়েছে করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার তা ছিল ১,৫৪১। যা গত ১৪ জুলাইয়ের পর দ্বিতীয় সর্বনিম্ন। এদিন নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গের মোট সংক্রমণের সংখ্যা হয়েছে ৫,৪৪,৭৫৫।
শুক্রবার করোনা থেকে সেরে উঠেছেন ১,৯৫৪ জন। যার ফলে মোট সুস্থতা হয়েছে ৫,২০,৪৭০। মৃত্যু হয়েছে ৩১ জনের। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৩৬। এদিন রাজ্যে ৪০,০৮৯টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে আক্রান্ত ছিল ৭.৯০ শতাংশ।
এদিন রাজ্যে করোনা অ্যাক্টিভের সংখ্যা ১৫,০০০-এর নীচে নেমেছে। এদিন রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪,৭৪৯। যা গত ১৭ জুলাইয়ের পর সর্বনিম্ন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৫৪ শতাংশ।