রাজ্যে আরও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। এক দিনে আক্রান্তের সংখ্যা ১,৭৩৯। শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনই জানানো হয়েছে। সংক্রমণের হার ১৪.৭২ শতাংশ। যার ফলে চিকিৎসকদের অনুমান রাজ্যে প্রকৃত আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বেশি।
এদিন রাজ্যে মোট ১১,৮১১টি নমুনা পরীক্ষা হয়েছে। কলকাতায় ৬৭৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনায় ৪৪১ জন করোনায় আক্রান্ত। এদিন সুস্থ হয়েছেন ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যুর খবর নেই।
গত ২ সপ্তাহ ধরে রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়ছে। তারই মধ্যে রথযাত্রার মতো অনুষ্ঠানে জনসমাগমের জেরে ফের করোনা বিস্ফোরণের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে প্রায় সবার টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাওয়ায় বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তাঁরা।
বাংলার মুখ খবর