পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৯২৬ জন। তার মধ্যে ২৩৮ জন কলকাতা ও ২৫৪ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
রাজ্যে মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩ জন। যদিও এর মধ্যে ৫ লক্ষ ৩৯ হাজার রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে শুক্রবার সুস্থ হয়ে উঠেছেন ১,১৩৬ জন। তাঁদের মধ্যে ৩২৫ জন কলকাতার বাসিন্দা এবং উত্তর ২৪ পরগনা জেলার ২১২ জন। এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৫,৫৯,০৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ৫,৪০,৯৫২ রোগী। সুস্থতার হার ৯৬.৩৯%।
এ দিন রাজ্যে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা কমেছে ২৩১ জন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ৮,২৪৫ জন অ্যাকটিভ রোগী আছেন। এ দিন মোট ৩৩,৫৭৭টি নমুনা করোনার জন্য পরীক্ষা করানো হয়, তার মধ্যে পজিটিভ এসেছে ৭.৫২% নমুনা। রাজ্যে এই মূহর্তে বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১১,৫০৭টি বেড রয়েছে। আর তার মধ্যে ৯.০৭% বেডে ভর্তি রয়েছেন করোনা রোগীরা।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার বলি হয়েছেন ২১ জন। তার মধ্যে ৯ জন কলকাতা এবং চারজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এ পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯,৯২৩ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এর মধ্যে ৮,৩০৭ (৮৩.৯ শতাংশ) জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।