২০১৫ সাল থেকে সাতটি পর্যায়ে প্রায় রাজ্যের ১ কোটি ৫ লক্ষ পড়ুয়াকে এখনও পর্যন্ত সাইকেল দিয়েছে রাজ্যসরকার। মোট চারটি পর্যায়ে সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়েছে।
সাইকেল ব্যবহারে সারাদেশের মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা গিয়েছে বাংলার ৭৮.৯ শতাংশ বাড়িতে সাইকেল রয়েছে। আর বাইক রয়েছে ২৮.৫ শতাংশ বাড়িতে এবং ২.৮ পরিবারে নিজস্ব গাড়ি রয়েছে। এ রাজ্যে সাইকেল বেশি ব্যবহারের কারণ হল রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
সমীক্ষায় জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে গ্রামের পাশাপাশি শহর এলাকায় সাইকেলের ব্যবহার ভালোই রয়েছে। সেই নিরিখে রাজ্যে গ্রামের ৮২.৩ শতাংশ পরিবার যেখানে সাইকেল ব্যবহার করে থাকে সেখানে ৭১.৯ শতাংশ পরিবার সাইকেলের ব্যবহার করে থেকে। অন্যদিকে, এরই মধ্যে সাইকেল পার্ক তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খড়্গপুরে এই পার্ক তৈরি করে ১৮ মাসে ৪ লক্ষ সাইকেল তৈরির পরিকল্পনা রয়েছে।