বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বেকারত্ব কমানোর লক্ষ্যমাত্রা নেই, সাধারণ বাজেটকে ‘থটলেস’ বললেন অমিত মিত্র

বেকারত্ব কমানোর লক্ষ্যমাত্রা নেই, সাধারণ বাজেটকে ‘থটলেস’ বললেন অমিত মিত্র

অমিত মিত্র এবং নির্মলা সীতারামন। (ছবি সৌজন্য ফেসবুক ফাইল ছবি এবং হিন্দুস্তান টাইমস)

এদিন কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে বলে অভিযোগ করেন অমিতবাবু। বলেন, বাজেটভাষণে উল্লেখ না থাকলেও ছোট অক্ষরে তা লিখে রেখেছে কেন্দ্রীয় সরকার।

সাধারণ বাজেট ২০২২ - ২৩-কে ‘থটলেস বাজেট’ বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় বাজেটের একগুচ্ছ খামতি তুলে ধরেছেন তিনি। সরাসরি আক্রমণ শানিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্রের অভিপ্রায়কে।

এদিন এক ভার্চুয়াল কথোপকথনে অমিতবাবু বলেন, কেন্দ্রীয় সরকার এই বাজেটে বেকারত্ব নিয়ে টুঁ শব্দটি করেনি। দেশে আজ বেকারত্বের হার ৮ শতাংশ। ৩ কোটি মানুষ দেশে বেকার। বেকারত্ব কমানো নিয়ে কোনও লক্ষ্যমাত্রা বাজেটে নেই। উলটো দিকে উপভোক্তা মূল্য সূচক ৬ শতাংশ ছুঁতে চলেছে। বেকারত্ব আর মুদ্রাস্ফিতি একসঙ্গে বেড়েছে এরকম আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি।

তিনি বলেন, আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে দেশে জিডিপি ৮ – ৮.৫ শতাংশ হারে বাড়বে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করছেন জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ।

এদিন কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে বলে অভিযোগ করেন অমিতবাবু। বলেন, বাজেটভাষণে উল্লেখ না থাকলেও ছোট অক্ষরে তা লিখে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৯৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৭৩ হাজার কোটি করা হয়েছে ১০০ দিনের কাজের বরাদ্দ।

এমনকী রাজ্যগুলির সহায়তাও বৃদ্ধি করা হয়নি বাজেটে। যে ১ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেবেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তাতে এত রকম শর্ত রয়েছে যে শেষ পর্যন্ত তা ব্যবহার করা যাবে না।

অমিতবাবুর দাবি, কেন্দ্রের ঋণের দায়ভার রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের আর্থিক ঘাটতি কম দেখাতেই এই রণনীতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সরকার কিছু করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,লিখলেন শিবপ্রসাদ দুর্গাপুজো ২০২৪এ নবমী-দশমী একই দিনে পড়েছে! তিথি একনজরে ধর্মঘট কেনিয়ার বিমানবন্দরে, আদানির চুক্তিতে সমস্যা, বিমানে বিরাট দেরি সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে রিক্রিয়েটের দৃশ্য নিয়ে মুখ খুললেন বিহান 'বিরূপাক্ষের সমস্ত কীর্তি জানত স্বাস্থ্য ভবন, তার পরেও কোনও পদক্ষেপ করেনি তারা' ‘বর্তমান অবস্থা…’, বনগাঁয় হীরক রাজার দেশে দেখানোর ভাবনা নিয়ে কী বললেন উদ্যোক্তা বিকল হচ্ছে ওলা স্কুটার, সারিয়ে দেয় না, রেগে ফায়ার ক্রেতা, আগুন ধরালেন শোরুমে প্যানিক অ্যাটাক, কখন এটির সম্মুখীন হতে পারেন? লক্ষণগুলি জেনে নিন ‘আমাদের বাড়িতে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন’ নীতীশ! বিস্ফোরক দাবি তেজস্বীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.