সাধারণ বাজেট ২০২২ - ২৩-কে ‘থটলেস বাজেট’ বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় বাজেটের একগুচ্ছ খামতি তুলে ধরেছেন তিনি। সরাসরি আক্রমণ শানিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্রের অভিপ্রায়কে।
এদিন এক ভার্চুয়াল কথোপকথনে অমিতবাবু বলেন, কেন্দ্রীয় সরকার এই বাজেটে বেকারত্ব নিয়ে টুঁ শব্দটি করেনি। দেশে আজ বেকারত্বের হার ৮ শতাংশ। ৩ কোটি মানুষ দেশে বেকার। বেকারত্ব কমানো নিয়ে কোনও লক্ষ্যমাত্রা বাজেটে নেই। উলটো দিকে উপভোক্তা মূল্য সূচক ৬ শতাংশ ছুঁতে চলেছে। বেকারত্ব আর মুদ্রাস্ফিতি একসঙ্গে বেড়েছে এরকম আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি।
তিনি বলেন, আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে দেশে জিডিপি ৮ – ৮.৫ শতাংশ হারে বাড়বে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করছেন জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ।
এদিন কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়েছে বলে অভিযোগ করেন অমিতবাবু। বলেন, বাজেটভাষণে উল্লেখ না থাকলেও ছোট অক্ষরে তা লিখে রেখেছে কেন্দ্রীয় সরকার। ৯৮ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৭৩ হাজার কোটি করা হয়েছে ১০০ দিনের কাজের বরাদ্দ।
এমনকী রাজ্যগুলির সহায়তাও বৃদ্ধি করা হয়নি বাজেটে। যে ১ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেবেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তাতে এত রকম শর্ত রয়েছে যে শেষ পর্যন্ত তা ব্যবহার করা যাবে না।
অমিতবাবুর দাবি, কেন্দ্রের ঋণের দায়ভার রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের আর্থিক ঘাটতি কম দেখাতেই এই রণনীতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সরকার কিছু করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।