অগস্ট মাসে সম্পূর্ণ লকডাউনের তারিখ ফের পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবর্তিত লকডাউনের দিন ঘোষণা করেছে নবান্ন।কিন্তু অনেকে প্রত্যাশা করলেও রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন করার সিদ্ধান্তে কোনও বদল করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মহল থেকে আসা অনুরোধের জেরে পূর্বঘোষিত সম্পূর্ণ লকডাউনের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন তালিকায় রাজ্যে সম্পূর্ণ লকডাউন আরোপ করা হয়েছে:
৫ অগস্ট (বুধবার)
৮ অগস্ট (শনিবার)
২০ অগস্ট (বৃহস্পতিবার)
২১ অগস্ট (শুক্রবার)
২৭ অগস্ট (বৃহস্পতিবার)
২৮ অগস্ট (শুক্রবার) এবং
৩১ অগস্ট (সোমবার)।
এই নিয়ে চতুর্থবার লকডাউনের দিন বদল করল রাজ্য সরকার। কিন্তু তবুও বিজেপির দাবি মেনে অযোধ্যায় রামমন্দির স্থাপনের দিন লকডাউন ওঠাতে রাজি হল না রাজ্য। তৃণমূলের এক বরিষ্ঠ নেতা বলেছেন টিভিতে দেখতে পারে কেউ ভূমিপুজো, লকডাউনের ওঠাবার কী দরকার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোয যদিও বারবার অনুরোধ করেছিলেন যে হিন্দু ধর্মালম্বীদের আবেগের কথা মাথায় রেখে যেন লকডাউন প্রত্যাহার করা হয় পাঁচ তারিখ। কিন্তু সেই কথা মানল না রাজ্য সরকার।