বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজস্থান ও কেরালা থেকে বিচ্ছিন্ন শ্রমিকদের নিয়ে বাংলায় ফিরছে ২টি ট্রেন, গড়িমসির অভিযোগ বিরোধীদের

রাজস্থান ও কেরালা থেকে বিচ্ছিন্ন শ্রমিকদের নিয়ে বাংলায় ফিরছে ২টি ট্রেন, গড়িমসির অভিযোগ বিরোধীদের

শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ঘরে ফিরছে পরিযায়ী শ্রমিক পরিবার। এএনআই-এর ছবি।

মঙ্গলবার সকালে বিশেষ ট্রেনে হাওড়ায় ফিরছেন ১,২০০ পরিযায়ী শ্রমিক। ওই দিন বিকেলে অন্য একটি ট্রেনে কেরালা থেকে ফিরছেন বাংলার বেশ কিছু পরিযায়ী শ্রমিক।

ভিনরাজ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া অসহায় শ্রমিক ও পড়ুয়াদের ফেরাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশেষ ট্রেনে হাওড়ায় ফিরছেন ১,২০০ পরিযায়ী শ্রমিক। ওই দিন বিকেলে অন্য একটি ট্রেনে কেরল থেকে ফিরছেন বাংলার বেশ কিছু পরিযায়ী শ্রমিক।

আজমের থেকে সোমবার রওনা হওয়া প্রথম ট্রেনটি হাওড়া পৌঁছানোর আগে সাময়িক থামবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও হুগলির ডানকুনি স্টেশনে। কেরালা থেকেও এ দিন রওনা হচ্ছে দ্বিতীয় ট্রেনটি। যাত্রা শুরুর আগে ট্রেনের যাত্রীদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠাতে কেরালা সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলা। 

এ দিকে রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের অভিযোগ, কর্নাটকে বিচ্ছিন্ন বাংলার শ্রমিকদের ফেরানোর ব্যাপারে সে রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও সাড়া মেলেনি।

 

আরও পড়ুন:  শুধুমাত্র বিচ্ছিন্ন ও নিরুপায়দের জন্যই ট্রেন ও বাসের ব্যবস্থা, রাজ্যকে কড়া বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, রাজ্যের বিচ্ছিন্ন হয়ে পড়া শ্রমিকদের ফেরানোর বিষয়ে তাঁর সঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের আলোচনা হয়েছে। কিন্তু শ্রমিকদের ফেরাতে কোনও বিশেষ ট্রেন চেয়ে আবেদন করেনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান। শুধুমাত্র দুটি ট্রেনকে বাংলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের অনীহার নিন্দা করে বিবৃতি দিয়েছেন সিপিএম পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। পাশাপাশি, অসহায় শ্রমিকদের প্রতচি কেন্দ্রীয় সরকারের অমানবিক ব্যবহারেরও তিনি সমালোচনা করেছেন।

রাজ্যের মুখ্য সচিব রাজীবা সিনহা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না রাজ্য প্রশাসন। একধাক্কায় বিপুল সংখ্যক শ্রমিক পিরে এসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। 

ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন, স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের জন্য যথেষ্ট সময় দরকার বলেও তিনি জানিয়েছেন। তবে এর পাশাপাশি ঘরমুখী শ্রমিকদের সুবিধায় রাজ্যের জেলাগুলির মধ্যে বাস চলাচলে ছাড় দিয়েছে বাংলার সরকার।  

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.