করোনার ভয় কাটিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলেছে অফিস-কাছারি। চলছে গণপরিবহণ। করোনার লকডাউনের মধ্যেও লাগাতার পরিষেবা দিয়েছে ব্যাঙ্কগুলি। তবে সংক্রমণ রোধে সীমিত করা হয়েছে ব্যাঙ্ক পরিষেবার অবধি। সঙ্গে প্রত্যেক শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই নির্দেশ তারা প্রত্যাহার করল শুক্রবার। ফলে এবার থেকে সপ্তাহের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক।
সরকারের নতুন নির্দেশিকা অনুসারে অগামিকাল, শনিবার খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক। এই মর্মে ইতিমধ্যে নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। তাতে ব্যাঙ্কের সাপ্তাহিক কার্যক্রমে পুরনো বিধি ফেরাতে বলা হয়েছে।
বলে রাখি, অনলক ফোরে পশ্চিমবঙ্গে পানশালা খোলার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তোড়জোড় শুরু হয়েছে মেট্রো রেল পরিষেবা শুরু করার। এর মধ্যে ব্যাঙ্ক ৫ দিন কাজে ফেরায় আরেকটু স্বাভাবিকতার দিকে এগোবে জনজীবন।