বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রোজই বাড়ছে আক্রান্ত, পুলিশকে কড়া হতে বলে মর্নিং ওয়াকে ছাড় ঘোষণা মমতার

রোজই বাড়ছে আক্রান্ত, পুলিশকে কড়া হতে বলে মর্নিং ওয়াকে ছাড় ঘোষণা মমতার

প্রতিদিন সকাল ৫.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত মর্নিং ওয়াকে ছাড় দেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে Covid-19 রোগীর সংখ্যা ১৮,৫৫৯, যার মধ্যে ৫,৭৬১টি অ্যাক্টিভ কেস যা চিকিৎসাধীন রয়েছে।

পর পর তিন দিনে করোনা সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ার মাঝেই মর্নিং ওয়াক-সহ একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞায় ছাড় দিতে তৎপর হল পশ্চিমবঙ্গ সরকার। 

গত ৩০ জুন পশ্চিমবঙ্গে ৬৫২টি নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। তার আগের দিন, ২৯ জুন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৬২৪ জন। ২৮ জুন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫৭২ জন। তার আগে জুনের ২৬ ও ২৫ তারিখে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ৫৪২ ও ৪৭৫ জন। 

বর্তমানে রাজ্যে Covid-19 রোগীর সংখ্যা ১৮,৫৫৯, যার মধ্যে ৫,৭৬১টি অ্যাক্টিভ কেস যা চিকিৎসাধীন রয়েছে। করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা আপাতত ৬৬৮, যার মধ্যে ৩০ জুন মারা যান ১৫ জন। 

মঙ্গলবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশকে আবার অনুরোধ জানাচ্ছি, লকডাউন নিষেধাজ্ঞা কড়া হাতে প্রয়োগ করুন। একদিকে আমাদের দেখতে হবে যাতে মানুষের পেশাগত ক্ষতি না হয়, অন্য দিকে আমাদের সংক্রমণ রোধ করতে হবে।’

মুখ্যমন্ত্রী এ কথা বললেও বুধবার থেকেই নিষেধাজ্ঞার বাঁধন আলগা করতে আরও কয়েক পা এগিয়েছে রাজ্য প্রশাসন। এ দিন বিয়ে ও অন্ত্যেষ্টি অনুষ্ঠানে উপস্থিতিতে ২৫ জন থেকে ৫০ জনের সমাবেশে অনুমোদন দিয়েছে প্রশাসন। পাশাপাশি, প্রতিদিন সকাল ৫.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত মর্নিং ওয়াকে ছাড় দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের ১৮,৫৫৯ জন করোনা রোগীর মধ্যে ১২,৭০২ জনই কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ৬,০০০ মানুষ।

এর আগে হিন্দুস্তান টাইমস-এর রিপোর্টে জানা গিয়েছে, ১৪% কলকাতাবাসীর শরীরে Covid-19 অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। যদিও বিশেষজ্ঞদের দাবি, শহরাঞ্চলে সংক্রমণের হার বেশি, যা আইসিএমআর-এর দাবিকে সমর্থন করে না। 

মুখ্যমন্ত্রী তার আগেই জানিয়েছিলেন, জেলা থেকে আসা রোগীর কারণেই কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে।  

বাংলার মুখ খবর

Latest News

‘একটা শতরান আমার, আরেকটা ভাইয়ের জন্য’, ইরানি কাপে দ্বিশতরান করে বললেন সরফরাজ… ঘুরে দাঁড়ানোর জন্য শুধু একটি জয়ের প্রয়োজন; ম্যাচের আগে বার্তা লাল-হলুদ কোচের দাদুকে হারিয়ে শোকে কাতর ইরা, শান্তনা আমিরের! রিনার বাবার শেষকৃত্যে পাশে কিরণও আপস্টক্সে মাত্র ০.০৬% অংশিদারিত্ব বিক্রিতে অবিশ্বাস্য ২৩০০০% রিটার্ন পেলেন টাটা চুরির পরেই দুঃস্বপ্ন! অসুস্থ ছেলে-বউ, দেবমূর্তি মন্দিরে ফিরিয়ে ক্ষমা চাইল চোর 'আগে জানলে এই পেশায় আসতাম না...' হঠাৎ এমন কেন বললেন আদা? মালব্য রাজযোগে ভাগ্য এমন বদলাবে বিশ্বাস করতে পারবেন না! দশমীতে হবে অর্থলাভ বাড়িতে হামলা চালানোর অভিযোগ TMCর বিরুদ্ধে, বোমায় আহত অর্জুন সিং ১০০ কিমি গতিতে ষাঁড়কে ধাক্কা, বিকল বন্দে ভারতের ইঞ্জিন, ব্যাহত ট্রেন চলাচল পুজোয় সাবেকি সাজে সাজবেন? পুরনো গয়নায় জৌলুস ফেরান সহজ কৌশলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.