বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা হচ্ছে ২৩৫টা ট্রেনের, প্রতিদিন ঢুকবে ১০টা ট্রেন: মমতা

শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা হচ্ছে ২৩৫টা ট্রেনের, প্রতিদিন ঢুকবে ১০টা ট্রেন: মমতা

সোমবার নবান্নে মমতা (PTI)

১০৫টি ট্রেনের পর আরও ১২০টি ট্রেনের অর্ডার দিতে চলেছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। 

লকডাউনের মধ্যে প্রায় ২ মাস বাইরে কাটানোর পর বাড়ি ফিরতে মরিয়া দেশের কয়েক কোটি পরিযায়ী শ্রমিক। এর মধ্যে রয়েছেন এরাজ্যের কয়েক লক্ষ শ্রমিকও। তাদের বাড়ি ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। পালটা প্রবাসী শ্রমিকদের ফেরাতে শুধু ট্রেনের ব্যবস্থা করাই নয়, তার পুরো ভাড়াও দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার নবান্নে প্রবাসী শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'প্রতিদিন ১০টা করে ট্রেন ঢোকাতে হবে আমাদের।’

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন যখন সবাই হুড়মুড় করে আসতে চাইছেন, আমরা একটা প্ল্যান করেছি। এদের অনেককে আমরা নিয়েও এসেছি। কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। প্লিজ দয়া করে নাববেন না। আমরা ক্ষমতায় আছি, আমাদের দায়বদ্ধতা ও দায়িত্ব রয়েছে। আপনারা ক্ষমতায় নেই তাই দায়বদ্ধতাও নেই। যা-তা বলে দিচ্ছেন।’ 

মমতা জানান, রাজ্যের পরিকল্পনা অনুসারে, ‘আমরা ১০৫টা ট্রেন বলেছি অলরেডি। প্লাস ১৫টা এসেছে। অর্থাৎ ১২০টা ট্রেন। ১০০টা ট্রেনের আমরা অলরেডি অর্ডার দিয়েছি। ১৫টা অলরেডি এসেছে। তার মানে ১১৫। আমরা দু’-তিন দিনের মধ্যে আরও ১২০টা ট্রেন চাইব। যাতে ১৫ দিনের মধ্যে ৫-৬টা করে ট্রেন ডেইলি নিয়ে আসতে পারি। এবং এটার খরচা টোটালটাই রাজ্য সরকার বহন করবে।’ 

এর পর সংখ্যাটা বাড়িয়ে মমতা বলেন, ‘১০টা করে ট্রেন ঢুকলেও রোজ ২৫-৩০ হাজার করে লোক ঢুকবে। শুধু ট্রেনে। বাসটাস ছেড়ে দিন। ১৫-২০ দিনের মধ্যে আমরা প্ল্যান করে রেখেছি। রোজ আমাদের ১০টা করে ট্রেন ঢোকাতে হবে। তার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপর জেলায় এগুলো ঢুকবে, ওই রাজনৈতিক বন্ধুরা যারা বড় বড় কথা বলছেন, তারা এগুলো ভেবে দেখেছেন, সেই জেলার সবাই যেন ভাল থাকে সেটাও তো দেখতে হবে। আমি যদি হাজার হাজার করোনা ঢুকিয়ে দিই, তাহলে মানুষ আমাকে ক্ষমা করবে?’

বিরোধীদের দাবি খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ বলে দিচ্ছে ২০ লাখ – ২৫ লাখ, এটা ঠিক নয়। সংখ্যাটা তো আমাদের কাছেও থাকবে। শুধু বাংলার লোকেরাই সারা ভারতবর্ষে ছিল আর ভারতবর্ষের লোকেরা আমাদের এখানে নেই, এটা ভাবা ভুল। আমার এখানেও হিন্দিভাষী লোকের সংখ্যা ৪০ শতাংশের কম নয়, এটা মাথায় রাখবেন। তারাও তো আমাদের দেশের কোনও প্রান্তের লোক। আমরা সবাই চাই এখানে থাকুক, ভাল থাকুক। তেমনি আমাদেরও পরিযায়ী শ্রমিক যাঁরা আছেন তাদের খেয়াল রাখার জন্য সব রাজ্যকে অনুরোধ করব।’ 

হাজার হাজার শ্রমিককে ঘরে ফেরাতে প্রশাসনিক সীমাবদ্ধতার কথাও এদিন মেনে নেন মমতা। বলেন, ‘একদিনে আমি অত লক্ষ লোককে আমি কী করে গ্রামে ঢোকাবো? গ্রামের লোকেরাও বাধা দিচ্ছেন কখনো কখনো। যদি একদিনে ৫টা ট্রেন আসে তার মানে ১০,০০০ লোক ঢুকল। এই ১০,০০০ লোককে গ্রামে পৌঁছনোর ব্যবস্থা কী?’ 

লকডাউনের মধ্যে প্রায় ২ মাস বাইরে কাটানোর পর বাড়ি ফিরতে মরিয়া দেশের কয়েক কোটি পরিযায়ী শ্রমিক। এর মধ্যে রয়েছেন এরাজ্যের কয়েক লক্ষ শ্রমিকও। তাদের বাড়ি ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। পালটা প্রবাসী শ্রমিকদের ফেরাতে শুধু ট্রেনের ব্যবস্থা করাই নয়, তার পুরো ভাড়াও দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার নবান্নে প্রবাসী শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'প্রতিদিন ১০টা করে ট্রেন ঢোকাতে হবে আমাদের।’

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন যখন সবাই হুড়মুড় করে আসতে চাইছেন, আমরা একটা প্ল্যান করেছি। এদের অনেককে আমরা নিয়েও এসেছি। কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। প্লিজ দয়া করে নাববেন না। আমরা ক্ষমতায় আছি, আমাদের দায়বদ্ধতা ও দায়িত্ব রয়েছে। আপনারা ক্ষমতায় নেই তাই দায়বদ্ধতাও নেই। যা-তা বলে দিচ্ছেন।’ 

মমতা জানান, রাজ্যের পরিকল্পনা অনুসারে, ‘আমরা ১০৫টা ট্রেন বলেছি অলরেডি। প্লাস ১৫টা এসেছে। অর্থাৎ ১২০টা ট্রেন। ১০০টা ট্রেনের আমরা অলরেডি অর্ডার দিয়েছি। ১৫টা অলরেডি এসেছে। তার মানে ১১৫। আমরা দু’-তিন দিনের মধ্যে আরও ১২০টা ট্রেন চাইব। যাতে ১৫ দিনের মধ্যে ৫-৬টা করে ট্রেন ডেইলি নিয়ে আসতে পারি। এবং এটার খরচা টোটালটাই রাজ্য সরকার বহন করবে।’ 

এর পর সংখ্যাটা বাড়িয়ে মমতা বলেন, ‘১০টা করে ট্রেন ঢুকলেও রোজ ২৫-৩০ হাজার করে লোক ঢুকবে। শুধু ট্রেনে। বাসটাস ছেড়ে দিন। ১৫-২০ দিনের মধ্যে আমরা প্ল্যান করে রেখেছি। রোজ আমাদের ১০টা করে ট্রেন ঢোকাতে হবে। তার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপর জেলায় এগুলো ঢুকবে, ওই রাজনৈতিক বন্ধুরা যারা বড় বড় কথা বলছেন, তারা এগুলো ভেবে দেখেছেন, সেই জেলার সবাই যেন ভাল থাকে সেটাও তো দেখতে হবে। আমি যদি হাজার হাজার করোনা ঢুকিয়ে দিই, তাহলে মানুষ আমাকে ক্ষমা করবে?’

বিরোধীদের দাবি খারিজ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ বলে দিচ্ছে ২০ লাখ – ২৫ লাখ, এটা ঠিক নয়। সংখ্যাটা তো আমাদের কাছেও থাকবে। শুধু বাংলার লোকেরাই সারা ভারতবর্ষে ছিল আর ভারতবর্ষের লোকেরা আমাদের এখানে নেই, এটা ভাবা ভুল। আমার এখানেও হিন্দিভাষী লোকের সংখ্যা ৪০ শতাংশের কম নয়, এটা মাথায় রাখবেন। তারাও তো আমাদের দেশের কোনও প্রান্তের লোক। আমরা সবাই চাই এখানে থাকুক, ভাল থাকুক। তেমনি আমাদেরও পরিযায়ী শ্রমিক যাঁরা আছেন তাদের খেয়াল রাখার জন্য সব রাজ্যকে অনুরোধ করব।’ 

হাজার হাজার শ্রমিককে ঘরে ফেরাতে প্রশাসনিক সীমাবদ্ধতার কথাও এদিন মেনে নেন মমতা। বলেন, ‘একদিনে আমি অত লক্ষ লোককে আমি কী করে গ্রামে ঢোকাবো? গ্রামের লোকেরাও বাধা দিচ্ছেন কখনো কখনো। যদি একদিনে ৫টা ট্রেন আসে তার মানে ১০,০০০ লোক ঢুকল। এই ১০,০০০ লোককে গ্রামে পৌঁছনোর ব্যবস্থা কী?’ 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

হারলেও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল CSK, জিতে জায়গা মজবুত করল LSG দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল ধনু, মকর, কুম্ভ, মীন রাশির মধ্যে আজ কারা লাকি? ২০ এপ্রিলের রাশিফল দেখে নিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’ RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? প্রথম দফায় 'বাম্পার' ভোটিং, ‘মোদী-মোদী’ বলে ভোট মানুষের, BJP-র গ্রাফ উঠছে- শাহ অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২০ থেকে একলাফে ৪-এ কেএল রাহুল, বেগুনি টুপি দেখছেন মুস্তাফিজ এককালে যেখানে পোস্টার মেরেছি সেখানে আজ রোড শো করছি-রাজনৈতিক সফর নিয়ে অকপট শাহ ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ India-Pakistan Test Series নিয়ে রোহিত শর্মার দাবিকে সমর্থন করলেন শাহিদ আফ্রিদি

Latest IPL News

দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.