যাঁদের পুরনো কাগজে ছাপানো রেশন কার্ড রয়েছে অথচ ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদের সুবিধায় উল্লেখযোগ্য ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
বাংলার যে সমস্ত নাগরিকের হাতে এখনও ডিজিটাল রেশন কার্ড এসে পৌঁছয়নি, তাঁদের জন্য আপাতত কুপনের ব্যবস্থা করল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী নাগরিক দেলাশাসক, বিডিও, এসডিও অথবা পুরসভার সংশ্লিষ্ট দফতরে রেশন তোলার জন্য কুপনের আবেদন করতে পারবেন।
করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী জারি করা লকডাউনের জেরে অনেকেই আর্থিক সমস্যায় ভুগছেন। কিন্তু রাজ্যবাসীর বড় অংশের কাছে এখনও ডিজিটাল রেশন কার্ড পৌঁছয়নি। তাঁদের কথা ভেবেই কুপনের সাহায্যে রেশন তোলার সুবিধা দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
বিবৃতিতে বলা হয়েছে, যে সমস্ত গ্রাহকের পুরনো কাগজে ছাপানো রেশন কার্ডের উপরে ‘ডিজিটাল রেশন কার্ড ইস্যুড’ নোট লেখা রয়েচে, তাঁরা এই কুপন পাবেন না।
অন্যথায়, বিশেষ কুপনের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য প্রতি মাসে রেশন দোকান থেকে মাথাপিছু ৫ কেজি চাল পাবেন গ্রাহকরা। চলতি মে মাস থেকেই এই সুবিধা পাবেন গ্রাহকরা।