বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সমস্ত রাজ্য সরকারি স্কুলে ইউনিফর্ম হবে নীল - সাদা, বুকে থাকবে বিশ্ববাংলার লোগো

সমস্ত রাজ্য সরকারি স্কুলে ইউনিফর্ম হবে নীল - সাদা, বুকে থাকবে বিশ্ববাংলার লোগো

ইউনিফর্মের বুকে থাকবে বিশ্ববাংলার লোগো। প্রতীকি ছবি

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে জানানো হয়েছে, স্কুলে ইউনিফর্ম বিতরণের যে প্রকল্প রয়েছে তার অধিকাংশ টাকাই দেয় কেন্দ্রীয় সরকার।

রাজ্য সরকারি ও রাজ্য সরকার পোষিত সমস্ত স্কুলে এবার থেকে চালু হবে নীল-সাদা রঙের ইউনিফর্ম। এই মর্মে নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শুধু নীল – সাদা ইউনিফর্মই নয়, ইউনিফর্মের বুকে থাকবে বিশ্ব বাংলার লোগো। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক বলে অভিযোগ করেছে বিরেধীরা।

নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত স্কুলে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নীল – সাদা ইউনিফর্ম চালু হবে। ছাত্রদের জন্য নীল প্যান্ট ও সাদা জামা। ছাত্রীদের জন্য নীল সালোয়ার ও সাদা কামিজ। এছাড়া নীল-সাদা শাড়িও পরতে পারবে তারা। সমস্ত ইউনিফর্মের বুকে থাকবে বিশ্ববাংলার লোগো।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে জানানো হয়েছে, স্কুলে ইউনিফর্ম বিতরণের যে প্রকল্প রয়েছে তার অধিকাংশ টাকাই দেয় কেন্দ্রীয় সরকার। তার পরেও একতরফা ভাবে কী ভাবে ইউনিফর্মের রং নির্বাচন করতে পারে তারা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে শতাব্দীপ্রাচীন বিভিন্ন স্কুলের নিজস্ব ইউনিফর্ম রয়েছে। সেই কারও ফ্যাসিস্ট ভাবনা প্রতিষ্ঠার জন্য সেই ইউনিফর্ম বদলে দেওয়া হলে স্থানীয় ঐতিহ্যকে অপমান করা হয়।

 

 

বন্ধ করুন