বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এখনই নয় পুরভোট, আদালতকে জানিয়ে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসাতে চলেছে রাজ্য

এখনই নয় পুরভোট, আদালতকে জানিয়ে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসাতে চলেছে রাজ্য

কলকাতা পুরসভার কমিশনারকে সরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

আদালতকে যদিও বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে ভোট না করানোর পক্ষে মত দেবে সরকার। সঙ্গে একই কথা জানিয়ে রাখবে নির্বাচন কমিশনকেও।

সুপ্রিম কোর্টে পুরভোট মামলার পরবর্তী শুনানির আগেই কলকাতা পুরসভায় বসতে পারে স্পেশ্যাল ইনডিপেন্ডেন্ট অফিসার। এমনই খবর নবন্ন সূত্রে। রাজ্য সরকারের আশঙ্কা, এবার কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসিয়ে দেবে আদালত। তার আগে নিজেরাই সেই পদে নিয়োগ সেরে রাখতে সরকার। সঙ্গে আদালতকে জানাতে চলেছে, এখনই ভোট করানোর ইচ্ছা নেই তাদের। 

কলকাতায় পুরভোট করানো নিয়ে দ্বিধাবিভক্ত তৃণমূল। ফিরহাদ হাকিম-সহ প্রশাসনিক বোর্ডের বেশ কয়েকজন সদস্য ভোট করানোর পক্ষে। আবার দলের বেশ কিছু নেতা ও বিধায়ক এখনই পুরভোট চাইছেন না। ভোট চাইছেন না প্রশান্ত কিশোরও।

ফিরহাদদের যুক্তি, কলকাতা পুরভোটে তৃণমূল হেসে খেলে জিতবে। এই জয় মানুষের মধ্যে যেমন একটা বার্তা দেবে তেমনই দলের কর্মীরাও গোটা রাজ্যে উদ্বুদ্ধ হবেন। ফিরহাদের এই যুক্তি মানলেও অন্য আশঙ্কার কথা ভাবছেন দলের বেশ কিছু নেতা ও বিধায়ক। তাঁদের আশঙ্কা কলকাতায় পুরভোটে হিংসার আশঙ্কা রয়েছে। সেই খবর সংবাদমাধ্যম প্রকাশ করলে বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজ পাবে বিজেপি। একই কারণে বিধানসভা নির্বাচনের আগে পুরভোট চাইছেন প্রশান্ত কিশোরও। 

আদালতকে যদিও বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে ভোট না করানোর পক্ষে মত দেবে সরকার। সঙ্গে একই কথা জানিয়ে রাখবে নির্বাচন কমিশনকেও। 

আগামী ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। গত শুনানিতে আদালত জানিয়েছিল, পুরভোটের নির্ঘণ্ট না জানালে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসিয়ে দেবে তারা। তার আগেই সরকারের পছন্দের কোনও IPS-কে কলকাতা পুরসভার স্পেশ্যাল অফিসার পদে বসাতে চলেছে সরকার।  

 

বাংলার মুখ খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.