বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > স্বজনপোষণ রুখতে পুরসভা ও পুরনিগমে বন্ধ হচ্ছে জনপ্রতিনিধির কোটায় চাকরি

স্বজনপোষণ রুখতে পুরসভা ও পুরনিগমে বন্ধ হচ্ছে জনপ্রতিনিধির কোটায় চাকরি

এবার থেকে রাজ্যের ১২৫টি পুর নিগম ও পুর সভায় মেয়র, চেয়ারম্যান, পুর পরিষদের সদস্য কিংবা কাউন্সিলরের আত্মীয়রা কেউ চাকরি পাবেন না৷

বিধানসভা নির্বাচনের আগে কোপ পড়তে চলেছে জনপ্রতিনিধিদের কোটায় পুর সংস্থায় চাকরি পাওয়ার সুযোগে।

সরকারি চাকরিতে এতদিন যে স্বজনপোষণ হয়ে আসছে, তা কার্যত স্বীকার করে নিয়ে এবার সংশোধনের উদ্যোগ নিল তৃণমূল সরকার। বিধানসভা নির্বাচনের আগে তাই কোপ পড়তে চলেছে জনপ্রতিনিধিদের কোটায় সরকারি চাকরি পাওয়ার সুযোগে৷

 পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের ১২৫টি পুর নিগম ও পুর সভার কোনওটিতেই এখন থেকে আর মেয়র থেকে শুরু করে চেয়ারম্যান, পুর পরিষদের সদস্য কিংবা কাউন্সিলরের আত্মীয়রা কেউ চাকরি পাবেন না৷ বিষয়টি নিশ্চিত করতে ডিরেক্টোরেট অব লোকাল বডিজ-কে বলা হয়েছে৷

সম্প্রতি চুঁচুড়া পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত স্বজনপোষণের অভিযোগ উঠেছে  ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে গোটা প্যানেল বাতিল করে দেয় পুর দফতর৷ এর পরই নড়েচড়ে বসে নবান্ন৷ নির্দেশে সাফ জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে, পুরসভা বা পুরনিগমে কোনও জনপ্রতিনিধির পরিবার, আত্মীয়স্বজন আর চাকরি পাবেন না৷ যদি পরিবারের কোনও সদস্যের নাম থাকে, সেই প্যানেল বাতিল হবে৷ 

একই সঙ্গে শূন্যপদ সৃষ্টি-সহ কর্মী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএলবি-দের উপরে।  

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, জনপ্রতিনিধিরা তাঁদের আত্মীয়-স্বজনদের নিয়োগ দিলে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়৷ ফলে, এখন থেকে সিলেকশন কমিটিতে যাঁরা থাকবেন, তাঁদের আত্মীয়রা চাকরি পাবেন না৷

অতীতে একাধিক পুরসভায় নেতাদের ছেলে, ভাই, ভাইপো, পুত্রবধূ ছাড়াও দূর সম্পর্কের আত্মীয়রাও চাকরি পেয়েছেন৷ অনেক কাউন্সিলার আবার নিজের পদ ছেড়ে পুরসভার চাকরিতেও যোগ দিয়েছেন৷ আর তার জেরে বাদ পড়েছেন সাধারণ চাকরিপ্রার্থীরা৷ 

বাংলার মুখ খবর

Latest News

সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.