বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্য সরকার চালু করল হেল্পলাইন, ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের জন্য কন্ট্রোলরুম

রাজ্য সরকার চালু করল হেল্পলাইন, ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের জন্য কন্ট্রোলরুম

ইউক্রেনে ‘সামরিক অভিযান’ জারি রাখল রাশিয়া। (ছবিটি প্রতীকী, রয়টার্স)

এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা বাংলার নাগরিক এবং ছাত্রছাত্রীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম।

রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। তাতে সাধারণ মানুষ সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। বহু ভারতীয় চোখের জল ফেলে ইউক্রেন ছেড়ে ভারতে ফিরে আসতে চাইছে। সেখানে নামতে পারছে না ভারতের বিমান। তোলপাড় অবস্থা তৈরি হয়েছে। আর ভারতে থাকা পরিবারের সদস্যরা কোনও খবর না পেয়ে হাপিত্যেশ করছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা বাংলার নাগরিক এবং ছাত্রছাত্রীদের জন্য খোলা হল কন্ট্রোল রুম।

এই কন্ট্রোল রুমটি খুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ব্যবস্থা করা হয়েছে। এই কন্ট্রোল রুম সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করবে। দুটো শিফটে কাজ হবে এই কন্ট্রোল রুমে। যে দুটি নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে, সেগুলি হল—২২১৪৩৫২৬ এবং ২২১৪১০৭০। একজন উচ্চপদস্থ আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে কন্ট্রোল রুমের। পাশাপাশি ইবিসিএস আধিকারিকরা সাহায্য করবেন তাঁকে।

অনেকের পরিবারের সদস্যরা ইউক্রেনে আটকে আছেন। তাই এখানে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন বাবা–মা এবং তাঁদের আত্মীয়স্বজন। ইউক্রেনে কোনও বাঙালি আটকে আছে কি না, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নয়াদিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের পক্ষ থেকে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ইউক্রেনে এখনও আটকে রয়েছেন রাজ্যের বেশ কয়েকজন পড়ুয়া। এদের অনেকেই সেখানে ডাক্তারি পড়তে গিয়েছেন। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির ফলে এখন বাড়ির ছেলে–মেয়েদের ঘরে ফেরা নিয়ে উদ্বেগে তাঁদের পরিবার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খবর পেয়ে দূতাবাসের সঙ্গে সকলে যোগাযোগ করছেন। আর খবর মিলেছে, কোথায় কোথায় বম্ব শেল্টার আছে সেই ম্যাপ ইউক্রেন সরকার প্রকাশ করেছে। এখনও সেখানে কোনও হামলা হয়নি। পর্যাপ্ত খাদ্য ও পানীয় জল মজুত রাখতে বলা হয়েছে।

বন্ধ করুন