বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এখনও রাস্তায় বাসের সংখ্যা কম, কারণ জানতে চেয়ে বাস মালিকদের চিঠি রাজ্যের

এখনও রাস্তায় বাসের সংখ্যা কম, কারণ জানতে চেয়ে বাস মালিকদের চিঠি রাজ্যের

রাস্তায় কম নামাচ্ছেন বেসরকারি বাস মালিকরা। ছবি: পিটিআই। (PTI)

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বহু রুটে বাসের দেখা পাচ্ছেন না যাত্রীরা। এই আবহে সরকার বাস মালিকদের কাছে রাজ্য জানতে চাইল, কেন রাস্তায় বাসের সংখ্যা এত কম?

লকডাউনের পর সরকারি নির্দেশিকায় স্বাভাবিক হয়েছে গণপরবিহণ পরিষেবা। তবে সংক্রমণের ভয়ে সীমিত সংখ্যায় চলছে লোকাল ট্রেন। তাই বেশিরভাগেরই ভরসা বাস পরিষেবা। বিশেষ করে কলকাতার অফিসযাত্রীরা বাসে করেই যাতায়াত জারি রেখেছেন। তবে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বহু রুটে বাসের দেখা পাচ্ছেন না যাত্রীরা। মাঝে বাসের ভাড়া বাড়ানো নিয়ে সরকার ও বাসমালিকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সরকারি ভাবে তারপর বাসের ভআড়া না বাড়লেও কলকাতা শহরে প্রায় সকল রুটেই বর্ধিত হারে ভাড়া নেওয়া হয় বাসে। যাত্রীরাও সেটা একপ্রকার মেনে নিয়েছেন। তবু বাসের সংখ্যা কম কেন? এই প্রশ্নের জবাব জানতে চেয়ে এবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে চিঠি দিল রাজ্য সরকার।

উল্লেখ্য, অধিকাংশ রুটে বর্ধিত হারে বাস ভাড়া নেওয়া হলেও সরকারি ভাবে বাস ভাড়া বৃদ্ধি হয়নি এখনও। এদিকে অতিমারীর সময় ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে। লোকাল ট্রেন বন্ধ থাকায় এখনও বাসের যাত্রী সংখ্যা অতিমারী-পূর্ব পর্যায়ে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে অনড় লোকসানে ধুকতে থাকা বাসমালিকরা। এই আবহে গত বৃহস্পতিবার বিকেলে নবান্নে পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি কোন রুটে কত বাস চলছে, তার বিস্তারিত খতিয়ান চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।

এদিকে বর্ধিত বাসভাড়া নেওয়ার জেরে বহু বাস মালিককে শোকজ নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকার। অভিযোগ, সরকারি ভাবে বাসের ভাড়া না বাড়লেও যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত বাসের ভাড়া। ডানলপ থেকে গড়িয়াহাট যেখানে সরকারি বাসে গেলে দিতে হয় ১৩ টাকা, সেখানে বেসরকারি বাসে গেলে এই একই রুটে যাত্রীকে ২০ টাকা বা তার বেশি দিতে হয় অনেক ক্ষেত্রে। আবার বাসের ভাড়া নিয়ে কনডাক্টারের সঙ্গে যাত্রীদের বচসা নিত্যদিনের বিষয়। এই আবহে সরকারি ভাবে বাসের ভাড়া বাড়ানো নিয়ে বাসমালিকরা নিজেদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে বর্ধিত ভাড়া নিলে পার্মিট বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য। পাশাপাশি কোভিড অতিমারী আবহে আর্থিক চাপে থাকা সাধারণ মানুষের পকেটে চাপ সৃষ্টি করতে চায় না সরকার। এরই মধ্যে বাস মালিকদের দাবি, এভাবে বাস চালানো সম্ভব নয়। এবার কোন রুটে কত বাস চলছে তার হিসাব চলব করা হল পরিবহণ দফতরের তরফে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'শুধু শূন্যস্থান রয়ে গেল…', রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর 'বেস্ট ফ্রেন্ড' স্কুটার দেখে আসে আইডিয়া! রতন টাটার আঁকা ন্যানোর প্রথম ডিজাইনে ছিল না দরজা জানলা ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভাবনায় ৩ দেশ… রোহিতের মতোই ‘ইনটেন্ট’ দেখিয়েই লঙ্কাকে দুরমুশ হরমনদেন, চোট নিয়ে দিলেন ভালো খবর ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনের বৈঠকে কী এমন হল যে ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা? ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ রতন টাটা প্রয়াত! শোকবার্তা সলমন-অনুষ্কাদের ‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.