বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিল! কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য কমিশনের

বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিল! কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য কমিশনের

বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিল! কড়া নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। (প্রতীকী ছবি)

কোনও রোগী নগদ টাকায় চিকিৎসা করালে সে ক্ষেত্রে স্বাস্থ্য কমিশনের বেঁধে দেওয়া রেটের মধ্যেই চিকিৎসার খরচ রাখতে হবে।

বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রায়ই মোটা অঙ্কের বিল নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে ভুরি ভুরি অভিযোগ দায়ের হয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশনে। বিল নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের সমালোচনাও করেছে স্বাস্থ্য কমিশন। তার পরেও টনক নড়েনি। তাই এবার বিল নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে করা নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।

কমিশনের নির্দেশ, কোনও রোগী নগদ টাকায় চিকিৎসা করালে সে ক্ষেত্রে স্বাস্থ্য কমিশনের বেঁধে দেওয়া রেটের মধ্যেই চিকিৎসা খরচ রাখতে হবে। প্রয়োজনে এর জন্য বেসরকারি হাসপাতালের সফটওয়্যার বদল করারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।

মেডিকা হাসপাতালের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। হাসপাতালকে সফটওয়্যার বদল করার জন্য এক মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে বীমা ছাড়া যেসব রোগীর চিকিৎসা করান তাদের খরচ কমিশনের রেট অনুযায়ী নিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়।

কিছুদিন আগে দক্ষিণ কলকাতার ফর্টিস হাসপাতালের চিকিৎসা খরচ নিয়ে দক্ষিণ ভারতের হাসপাতালগুলোর চিকিৎসা খরচের তুলনা করেছিল স্বাস্থ্য কমিশন।

এই নির্দেশ দেওয়া প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য কমিশন দক্ষিণ ভারতের হাসপাতালে খরচের প্রসঙ্গ টেনে এনে কমিশন জানায়, দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়া সত্ত্বেও সেখানে খরচ তুলনামূলকভাবে অনেক কম। সেটা কীভাবে সম্ভব হচ্ছে? রাজ্যের বেসরকারি হাসপাতালে কোথায় খামতি রয়েছে? সে বিষয়গুলো ভেবে দেখতে বলেছে স্বাস্থ্য কমিশন। রাজ্য স্বাস্থ্য কমিশন বেসরকারি হাসপাতালগুলো উদ্দেশ্যে পর্যবেক্ষণে জানিয়েছে, 'আপনারা ভুল সংশোধন করুন।'

বন্ধ করুন