বর্ষা শুরু হতেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে রাজ্যের বেশ কিছু সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই অবস্থায় রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে অবিলম্বে পরিষ্কার রাখার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। হাসপাতাল চত্বরে বা আশেপাশে যাতে কোনওভাবেই বোতল, মাটির ভাঁড়, ভাঙা কাপ বা আবর্জনা যাতে না থাকে, সে বিষয়ে সমস্ত সরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। অবিলম্বে আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: দক্ষিণ দমদমে ডেঙ্গু আক্রান্তের চাপ সামলাতে মাতৃসদনেও করা হবে চিকিৎসার ব্যবস্থা
স্বাস্থ্য ভবন সূত্র জানা গিয়েছে, সমস্ত মেডিক্যাল কলেজ, জেলা–মহকুমা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে গত সোমবার এই মর্মে একটি জরুরি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছে স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য শাখা। সোমবার এই হোয়াটসঅ্যাপ বার্তা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। ফলে ডেঙ্গু এখন অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতরের কাছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নদিয়ার রানাঘাটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়াও, দক্ষিণ উত্তর ২৪ পরগনার বারাসাত মেডিক্যাল কলেজের মেয়েদের হস্টেলে একাধিক আবাসিক ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের আকাঙ্ক্ষা কলেজের ভিতরেই মশার বাড়বাড়ন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, রানাঘাটে পুর এবং পঞ্চায়েত এলাকাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, রানাঘাট স্টেশন লাগোয়া বহু এলাকায় ডেঙ্গু ছড়ানো মশার লার্ভা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে পুর ও নগরোন্নয়ন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। তাদের ওই এলাকা পরিষ্কার করতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পূর্ব রেলকেও এ বিষয়টি সম্পর্কে অবগত করেছে স্বাস্থ্য দফতর। মূলত বহু এলাকায় নির্মীয়মাণ বহুতল থেকে ডেঙ্গুবাহিত মশার লার্ভা পাওয়া যাচ্ছে বলে এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
এদিকে, জেলার পাশাপাশি কলকাতাতেও মিলছে ডেঙ্গুবাহিত মশার লার্ভা। টালিগঞ্জের রেল ওভারব্রিজের দু'পাশে যে অস্থায়ী ভ্যাট তৈরি হয়েছে, সেখানে ডেঙ্গুবাহিত মশার লার্ভা জামাচ্ছে। এর জন্য রেলের সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো পাঠিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এ বিষয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে চিঠি দিয়ে জঞ্জাল পরিষ্কার করার কথা জানিয়েছেন ফিরহাদ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘আমরা চিঠি পেয়েছি। হাসপাতালগুলিতে যাতে কোনওভাবেই মশা লার্ভা না জন্মায় তারজন্য হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি খতিয়ে দেখছেন ইনস্পেক্টররা। আমাদের আওতাধীন এলাকাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’