বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মোবাইল ফোন ধরতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর

মোবাইল ফোন ধরতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর

প্রতীকি ছবি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন সাংবাদিক বৈঠকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন না থাকার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন সংসদের চেয়ারপার্সন।

উচ্চ মাধ্যমিকের হলে মোবাইল ফোনের প্রাদুর্ভাব রুখতে কড়া পদক্ষেপ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের চেয়ারপার্সন মহুয়া দাস বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফোনসহ ধরা পড়লে বাতিল হবে পরীক্ষা। মোবাইল ফোন চিহ্নিত করতে পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন সাংবাদিক বৈঠকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন না থাকার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন সংসদের চেয়ারপার্সন। তিনি জানিয়েছেন।

১. এবার পরীক্ষাকেন্দ্রে প্রতিটি হলে থাকবেন একজন করে চিফ ইনভিজিলেটর। তাঁর কাজ হবে হলে কোনও মোবাইল ফোন রয়েছে কি না তা চিহ্নিত করা।

২. পরীক্ষা শুরুর সময় হলে কোনও মোবাইল ফোন নেই তা নিশ্চিত করে তবে বিলি করতে হবে প্রশ্নপত্র।

৩. হলে মোবাইল ফোন রয়েছে কি না তা চিহ্নিত করতে কোনও পরীক্ষার্থীকে স্পর্শ করা যাবে না। বদলে মেটাল ডিটেক্টরের সাহায্য নেওয়া যেতে পারে।

৪. পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে হল থেকে বেরোতে পারবেন না কোনও পরীক্ষার্থী বা শিক্ষক।

৫. সেন্টারের ভিতরে মোবাইল ফোন নিয়ে ঢোকার অধিকার থাকবে শুধুমাত্র ভেনু ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ও সেন্টার ইনচার্জের।

৬. এছাড়া কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সহ প্রবেশ করতে পারবেন না।

৭. পরীক্ষার হলের ভিতর কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন সহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় লাগাতার মোবাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে তাই এবার মরিয়া সংসদ। মহুয়াদেবী জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করেছেন তাঁরা।



বাংলার মুখ খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.