বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাম জমানার ঋণ মকুব করে দিলেও দেনায় ডুবে যাবে মমতার সরকার: অশোক লাহিড়ী

বাম জমানার ঋণ মকুব করে দিলেও দেনায় ডুবে যাবে মমতার সরকার: অশোক লাহিড়ী

সোমবার সাংবাদিক বৈঠকে অশোক লাহিড়ী।

অশোকবাবুর পর্যবেক্ষণ, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রী নিয়মিত যে অভিযোগ করে আসছেন তা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে হারে ঋণ নিচ্ছে তাতে বিগত সরকারের পাওনা মকুব করে দিলেও ঋণের জাল থেকে বেরোতে পারবে না তারা।

পুরনো ঋণ মকুব করে দিলেও ঋণের জাল থেকে বেরোতে পারবে না পশ্চিমবঙ্গ। সেকথা বুঝেই দলের নেতাকর্মীদের বার বার ‘টাকা নেই’ বলছেন মুখ্যমন্ত্রী। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই বললেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজকোষ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের আর্থিক হাল ঠিক করতে তিনটি পরামর্শও দিয়েছেন তিনি।

এদিন অশোকবাবু বলেন, ‘রাজ্য সরকার রাজকোষ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। সম্ভবত তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী। তাই বারবার তিনি দলের নেতাকর্মীদের বলছেন টাকা নেই’। অশোকবাবু বলেন, ‘ইতিহাস বলে, রাজকোষ বিপর্যয়ের মুখে পড়ে আজ পর্যন্ত কোনও সরকার টিকতে পারেনি।’

অশোকবাবুর পর্যবেক্ষণ, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রী নিয়মিত যে অভিযোগ করে আসছেন তা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে হারে ঋণ নিচ্ছে তাতে বিগত সরকারের পাওনা মকুব করে দিলেও ঋণের জাল থেকে বেরোতে পারবে না তারা। তিনি বলেন, ‘মাথাপিছু আয় ও গৃহীত ঋণের লক্ষ্যমাত্রার অনুপাত পূরণে এখনো পিছিয়ে রাজ্য। রাজকোষ ঘাটতি বৃদ্ধিতে দেশে চতুর্থ পশ্চিমবঙ্গ। গত আর্থিক বছরে রাজকোষ ঘাটতি বেড়েছে ১৬ শতাংশ হারে।’

রাজ্য সরকারের আর্থিক অবস্থা ঠিক করতে ৩টি পরামর্শ দিয়েছেন তিনি।

প্রথমত, আর্থিক তথ্যের স্বচ্ছ্বতায় জোর দিতে বলেছেন তিনি। বিভিন্ন আর্থিক তথ্য সরকার প্রকাশ্যে আনছে না বলে অভিযোগ করেছেন। এমনকী রাজ্য সরকার তার আয়-ব্যায়ের হিসাব CAG অডিট করাচ্ছে না বলেও অভিযোগ করেছেন অশোকবাবু।

দ্বিতীয়ত, রাজ্যে গভীর সমুদ্রবন্দর তৈরি ও ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে জোর দিয়েছেন তিনি। এতে রাজ্যের ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে রাজস্ব বাড়ানো যাবে বলে মনে করেন অশোকবাবু।

তৃতীয়ত, রাজ্য সরকারকে মূল্য বুঝে খরচ করতে পরামর্শ দিয়েছেন তিনি। দুর্নীতি দমন ও যে রাজ্য সরকারি প্রকল্পের এলাকাভিত্তিক প্রাপকের তালিকা প্রকাশে জোর দিয়েছেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.