বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > জমা পড়ার পরেও দাগানো হয়েছে OMR শিটে, মাদ্রাসা বোর্ডকে ইন্টারভিউ নিতে বলল আদালত

জমা পড়ার পরেও দাগানো হয়েছে OMR শিটে, মাদ্রাসা বোর্ডকে ইন্টারভিউ নিতে বলল আদালত

প্রতিকি ছবি

গত ২৬ অগাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আবদুল হামিদ নামে এক যুবক। তাঁর দাবি, যে কালি ব্যবহার করে তিনি OMR শিট পূরণ করেছিলেন, তার পরেও তাতে অন্য কালি ব্যবহার করে ভুল উত্তরে মার্কা করা হয়েছে।

OMR শিটে অন্য কালির ব্যবহারের অভিযোগে শিলমোহর দিয়েছে CFSL. এর পরই সেই প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিল আদালত। মাদ্রাসা বোর্ড মৌখিক নির্দেশ না মানলে আদালত নির্দেশ জারি করবে বলেও হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, ভিডিয়োগ্রাফি করতে হবে গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার।

গত ২৬ অগাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আবদুল হামিদ নামে এক যুবক। তাঁর দাবি, যে কালি ব্যবহার করে তিনি OMR শিট পূরণ করেছিলেন, তার পরেও তাতে অন্য কালি ব্যবহার করে ভুল উত্তরে মার্কা করা হয়েছে। অভিযোগ শুনে OMR শিটটি CFSL-এ পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সঙ্গে যে কলম দিয়ে যুবক পরীক্ষা দিয়েছেন বলে দাবি করেছেন, সেটিও। সম্প্রতি আদালতে জমা পড়েছে ফরেন্সিক পরীক্ষার সেই রিপোর্ট। তাতে উল্লেখ করা হয়েছে OMR শিটে দ্বিতীয় একটি কালি ব্যবহার করা হয়েছে।

রিপোর্ট দেখে এদিন মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আবদুল হামিদের ইন্টারভিউ নিতে হবে। তিনি যোগ্য বলে বিবেচিত হলে নিয়োগও দিতে হবে। ভিডিয়ো রেকর্ড করতে হবে ইন্টারভিউ প্রক্রিয়া। মাদ্রাসা কমিশন এই নির্দেশ না মানলে আদালত লিখিত নির্দেশ জারি করবে বলেও জানিয়েছেন তিনি।

 

বন্ধ করুন