করোনা আক্রান্ত মন্ত্রী স্বপন দেবনাথ, ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে
1 মিনিটে পড়ুন . Updated: 11 Aug 2020, 08:50 PM IST- করোনার প্রতিষেধক তুলসীপাতা— এই নিদান দিয়ে কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
ফের করোনার ছোবল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। দমকলমন্ত্রী সুজিত বসুর পর এবার করোনায় আক্রান্ত রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার রাতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
লকডাউন চলাকালীন ও আমফান পরবর্তী সময়ে প্রতিনিয়ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিয়মিত নিজে দাঁড়িয়ে থেকে তাঁর বিধানসভা কেন্দ্র পূর্বস্থলীর বিভিন্ন এলাকা স্যানিটাইজ করিয়েছেন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়।
করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার রাতে সেখান থেকে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, করোনার প্রতিষেধক তুলসীপাতা— এই নিদান দিয়ে কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।