বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ১০০ দিনের কাজে ফের সাফল্য রাজ্যের, বিধানসভায় জানালেন মন্ত্রী

১০০ দিনের কাজে ফের সাফল্য রাজ্যের, বিধানসভায় জানালেন মন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি (PTI)

চলতি অর্থবর্ষে রাজ্যে ৩৫ কোটি মানবদিবস তৈরির অনুমোদন চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু ২৭ কোটি মানবদিবস তৈরির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

১০০ দিনের কাজে ফের একবার দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। সোমবার রাজ্য বিধানসভায় এই দাবি করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পুলক রায়। গোটা দেশে মানবদিবস তৈরিতে পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে রয়েছে জানিয়েছেন তিনি।

এদিন বিধানসভায় মন্ত্রীমশাই জানান, ‘চলতি অর্থবর্ষে ৭ মার্চ পর্যন্ত ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ ৩৩,৯৪,৫৯,১৪৬টি মানবদিবস তৈরি করতে পেরেছে। ১০০ দিনের কাজে মোট ১,০৭,৯৮,৪৫২ জনকে জীবিকার সুযোগ দেওয়া গিয়েছে।’

চলতি অর্থবর্ষে রাজ্যে ৩৫ কোটি মানবদিবস তৈরির অনুমোদন চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু ২৭ কোটি মানবদিবস তৈরির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রতি বছর বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমাচ্ছে কেন্দ্রীয় সরকার।

এদিন পুলক রায় বলেন, রাজ্যের বিভিন্ন দফতরের কাজে ১০০ দিনের প্রকল্পকে ব্যবহার করা হচ্ছে। কৃষি, সেচ ও পর্যটন দফতরের প্রকল্পে ১০০ দিনের কাজ হয়েছে।

যদিও ১০০ দিনের কাজে রাজ্যের সাফল্যকে স্বীকার করতে নারাজ বিজেপি। তাদের দাবি, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। গত ১১ বছরে কোনও শিল্প আসেনি। এরাজ্য থেকে দিনমজুরি করতে ভিনরাজ্যে যেতে হয় মানুষকে। তাই মানুষ ১০০ দিনের কাজের মতো প্রকল্পের উৎসাহ দেখান। এরাজ্যে বেঁচে থাকতে তাদের কাছে এ ছাড়া কোনও উপায় নেই।

 

বন্ধ করুন