সোমবার শুরু হওয়া ডিএলএডের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের বিতর্ক জড়িয়েছে প্রথমদিনই। এই নিয়ে ইতিমধ্যেই দু’বার প্রশ্নপত্র নিয়ে নির্দেশিকা জারি করেছে পর্ষদ। এবার উত্তরপত্র নিয়ে নয়া নির্দেশিকা জারি করল পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল, আধিকারিকের নজরদারিতে পরীক্ষাকেন্দ্র থেকে উত্তরপত্র সরাসরি পর্ষদের দফতরে নিয়ে যেতে হবে। উত্তরপত্র পর্ষদের জেলার অফিসে তা পাঠানো যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাবেন জেলার স্কুল পরিদর্শকেরা। তাঁদের তদারকিতেই উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে পর্ষদের প্রধান অফিসে। প্রসঙ্গত, ডিএলএডের পরীক্ষা শুরু হয় গত সোমবার। অভিযোগ ওঠে, সোমবার পরীক্ষা শুরুর সোয়া একঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়। দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলে। অভিযোগ ওঠে, পরীক্ষা শুরুর আগেই সোমবার সকাল ১০টা ৪৭ নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া প্রশ্নপত্র মিল রয়েছে। প্রশ্নফাঁসের বিষয়ে তদন্তের জন্য পর্ষদ সাইবার সেলে অভিযোগ দায়ের করে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতেই সতর্ক হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তালাবন্ধ ট্রাঙ্কে করে প্রশ্নপত্র আসে সেন্টারে। সেন্টার ইনচার্জদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়ার সময় দু’বার বদল করে পর্ষদ। এই আবহে প্রশ্ন ওঠে, পরীক্ষা বাতিল হবে? আর পরীক্ষা বাতিল না হলে এই পরীক্ষাকে কি আদৌ স্বচ্ছ বলে মেনে নেওয়া যায়?