হিন্দুস্তান টাইমস বাংলার খবর মিলিয়ে পুজোর আগেই জারি হতে চলেছে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। পরীক্ষা হবে ১১ ডিসেম্বর। সোমবার একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, ১১,০০০ শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে।
এদিন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন সংসদ সভাপতি গৌতম পাল। এর পর সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর আগেই জারি হবে ২০২২ সালের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। ১১ ডিসেম্বর হবে পরীক্ষা। ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগপ্রক্রিয়া। ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ফর্ম ফিল আপ শুরু হবে লক্ষ্মীপুজোর পর।
সুবীরেশ ভট্টাচার্যের জেল হেফাজত, পুজোটা কাটতে পারে গরাদের ওপারেই
গৌতমবাবু জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে টেট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এবার থেকে প্রতি বছর টেট হবে। টেটে ফর্ম পূরণ করতে পারবেন চাকরির দাবিতে আন্দোলনকারীরাও।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্য সরকারের কাছে স্বচ্ছ নিয়োগ এখন বড় চ্যালেঞ্জ। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জেলে রয়েছেন মুখ্যমন্ত্রীর সব চেয়ে বেশি আস্থাভাজনদের একজন পার্থ চট্টোপাধ্যায়। তারই মধ্যে টেট আয়োজনের ঘোষণায় আশা আশঙ্কার দোলাচলে চাকরিপ্রার্থীরা।