
একদিনে মৃত্যু প্রায় ৫০ জনের, করোনা সংক্রমণেও শনিবার নতুন রেকর্ড হল পশ্চিমবঙ্গে
১ মিনিটে পড়ুন . Updated: 01 Aug 2020, 09:11 PM IST- এদিন নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২,৭৭৭। মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬২৯।
করোনা সংক্রমণে শনিবার নতুন রেকর্ড হল পশ্চিমবঙ্গে। একদিনে খোঁজ মিলল ২,৫৮৯ জন আক্রান্তের। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। মৃত্যুতেও শনিবার নতুন শিখর ছুঁয়েছে পশ্চিমবঙ্গ। এদিন মৃত্যু হয়েছে ৪৮ জনের।
এদিন নতুন সংক্রমণের ফলে পশ্চিমবঙ্গে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২,৭৭৭। মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬২৯।
শনিবারও ২০,০০০-এর বেশি করোনা পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে। ফলে আক্রান্তের সংখ্যাটাও বেশি। পরীক্ষা হওয়া মোট নমুনার ৭.৯৫ শতাংশ পজিটিভ পাওয়া গিয়েছে।
আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২,১৪৩ জন। যার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হল ৫০,৫১৭। সুস্থতার হার বেড়ে হল ৬৯.৪১ শতাংশ।