
রাজ্যে কমল করোনার টিকাকরণ কেন্দ্রের সংখ্যা
১ মিনিটে পড়ুন . Updated: 15 Jan 2021, 07:48 AM IST- স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যে পরিমান টিকা রাজ্যে পৌঁছেছে তা প্রয়োজনের তুলনায় কম। তাই টিকাকরণ কেন্দ্রের সংখ্যা ও টিকাকরণের দিন কমানো হয়েছে।
পশ্চিমবঙ্গে করোনা টিকাকরণ কেন্দ্রের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর সূত্রে একথা জানানো হয়েছে। সূত্রের খবর, পর্যাপ্ত টিকা এসে না পৌঁছনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও টিকা পৌঁছলে টিকারণ কেন্দ্রের সংখ্যা বাড়নো হতে পারে।
গত বুধবার পশ্চিমবঙ্গে করোনার টিকা এসে পৌঁছলে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় রাজ্যে ৩৫৩টি কেন্দ্রে দেওয়া হবে টিকা। কিন্তু বৃহস্পতিবার সেই সংখ্যা কমিয়ে ২০৪ করা হয়। সঙ্গে এও জানানো হয়ছে সপ্তাহে ৪ দিন চলবে টিকাকরণ।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, যে পরিমান টিকা রাজ্যে পৌঁছেছে তা প্রয়োজনের তুলনায় কম। তাই টিকাকরণ কেন্দ্রের সংখ্যা ও টিকাকরণের দিন কমানো হয়েছে।
শনিবার গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে করোনার টিকাকরণ।