বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিপাকে অসংখ্য কর্মী, শর্ত সাপেক্ষে শপিং মল চালু করতে মমতার কাছে আর্জি

বিপাকে অসংখ্য কর্মী, শর্ত সাপেক্ষে শপিং মল চালু করতে মমতার কাছে আর্জি

শর্ত সাপেক্ষে শপিং মল চালু করার আর্জি।

লকডাউনে বিপন্ন প্রায় ১.২০ কোটি কর্মী।

দেশজুড়ে লকডাউনের কারণে ব্যবসা ঝিমিয়ে পড়েছে। সংকট থেকে মুক্তি পেতে সীমিত সংখ্যক কর্মী ও গ্রাহকের প্রবেশ-সহ সরকারি বিধিনিষেধ মেনে ফের শপিং মল ও শপিং সেন্টারগুলি চালু করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল শপিং সেন্টার্স অ্যাসোসিয়েশমন অফ ইন্ডিয়া (SCAI)।

অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অধিকর্তা তথা চেয়ারম্যান অমিতাভ তানেজা জানিয়েছেন, দেশের জিডিপির ১০ শতাংশের বেশি জুড়ে রয়েছে খুচরো ব্যবসা। এই শিল্পক্ষেত্রে কর্মরত প্রায় ১.২০ কোটি কর্মী। 

গত ১ মে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়েছে SCAI। বেশ কিছু শর্ত উল্লেখ করে শপিং মল চালু করার আবেদন জানানো হয়েছে। শর্তগুলির অন্যতম হল কমন এরিয়া ও মোট লিজ অধীনস্থ এলাকার ৫০% ব্যবহার, খাবার জায়গায় গ্রাহকদের মধ্যে ন্যূনতম ৫ ফিট ব্যবধান বজায় রাখা, প্রবেশ ও প্রস্থানপথে প্লেক্সিগ্লাস বসানো, পার্কিং এলাকার ৫০% ব্যবহার, শৌচাগারে নিয়ন্ত্রিত উপস্থিতি, বিজ্ঞাপনমূলক কাজ বন্ধ এবং দোকানে ঢোকা ও বেরোনোর পথে সেন্সর ভিত্তিক স্যানিটাইজেশন প্রক্রিয়া চালু করা।

চিঠির জবাবে রাজ্য সরকারের তরফে অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে, শপিং মল চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন দেওয়া হবে।

অ্যাসোসিয়েশনের হিসেবে, শপিং মলে সাধারণত প্রতি বর্গফুটে বছরে ১০,০০০ টাকার ব্যবসা হয়। এ ছাড়া কলকাতার ব়ড় মাপের মলগুলিতে এই পরিমাণ বছরে প্রায় প্রতি বর্গফুটে ৫০ লাখ টাকা পর্যন্ত পৌঁছায়। এই কারণেই অ্যাসোসিয়েশনের আর্জি, কয়েক হাজার কর্মীর গ্রাসাচ্ছাদনের কথা বিবেচনা করেও অন্তত শর্তসাপেক্ষে চালু করা হোক শপিং মল। 

 

বাংলার মুখ খবর

Latest News

‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.