বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bratya Basu Tweet: ‘‌মিড–ডে মিল খাতে সাশ্রয় করেছে রাজ্য’‌, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন ব্রাত্য‌

Bratya Basu Tweet: ‘‌মিড–ডে মিল খাতে সাশ্রয় করেছে রাজ্য’‌, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন ব্রাত্য‌

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

অভিযোগ সরাসরি নস্যাৎ করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকী এই বিষয়ে তিনি টুইট করলেন। সেখানে টুইটে তিনি লিখেছেন, ১০০ কোটি নয়ছয় তো দূরের কথা উল্টে রাজ্য সরকার ওই একই সময়ে মিড–ডে মিল প্রকল্পে ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে। অর্থাৎ বাঁচিয়েছে। সুতরাং কেন্দ্রীয় প্রতিনিধিদলের এই অভিযোগ ধোপে টিকল না।

মিড–ডে মিল প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, মিড–ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। আর এবার সেই অভিযোগ সরাসরি নস্যাৎ করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকী এই বিষয়ে তিনি টুইট করলেন। সেখানে টুইটে তিনি লিখেছেন, ১০০ কোটি নয়ছয় তো দূরের কথা উল্টে রাজ্য সরকার ওই একই সময়ে মিড–ডে মিল প্রকল্পে ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে। অর্থাৎ বাঁচিয়েছে। সুতরাং কেন্দ্রীয় প্রতিনিধিদলের এই অভিযোগ ধোপে টিকল না।

এদিকে ২০২২ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস—সময়কালে রাজ্য সরকার টাকা বাঁচিয়েছে বলে দাবি করা হয়েছে। আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লেখেন, ‘‌অযথা চায়ের কাপে তুফান না তুলে জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারপার্সন অনুগ্রহ করে ওই অপদার্থতার জবাব দিন। ১৩ তম জয়েন্ট রিভিউ মিশনে রাজ্যের প্রতিনিধিকে বাদ দিয়ে কেন্দ্র তড়িঘড়ি মিড–ডে মিল সংক্রান্ত পরিদর্শনের রিপোর্ট তৈরি করেছিল।‌ আর মিড– ডে মিল প্রকল্পে ১৮.‌৮ কোটি টাকা সাশ্রয় করেছে রাজ্য সরকার। ১০০ কোটি টাকা নয়ছয় বা লোকসান হয়নি।’‌

অন্যদিকে কয়েকদিন আগে জয়েন্ট রিভিউ মিশনের রিপোর্টের কথা উল্লেখ করে অভিযোগ করা হয়েছিল, ২০২২ সালে মাত্র ৬ মাসের মধ্যেই রাজ্য সরকার মিড–ডে মিল প্রকল্পে একশো কোটি টাকা নয়ছয় করেছে। এমনকী রাজ্য সরকার মিড–ডে মিল খরচ বাড়তি দেখিয়েছে। একাধিকবার দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসেছে মিড–ডে মিল প্রকল্পের দুর্নীতির তদন্ত করতে। তারপর তারা নয়াদিল্লি ফিরে কেন্দ্রীয় সরকারকে এমনই রিপোর্ট দিয়েছে বলে খবর। তখন তদন্তে আসে জয়েন্ট রিভিউ মিশন। আর সেই মিশনের রিপোর্টেই একশো কোটি টাকা নয়ছয়ের অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। যা এবার খণ্ডল করলেন ব্রাত্য বসু।

ঠিক কী বলেছেন শিক্ষামন্ত্রী?‌ এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তা খারিজ করে দেন শিক্ষামন্ত্রী। আর ব্রাত্য বসু বলেন, ‘‌জয়েন্ট রিভিউ মিশনে রাজ্যেরও প্রতিনিধি রয়েছেন। তাঁকে না জানিয়েই মিশনের রিপোর্ট কেমন করে প্রকাশ্যে আনা হল বোঝা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত অনৈতিক। তবে নয়ছয় তো দূরের কথা রাজ্য সরকার ওই সময়কালের মধ্যে ১৮.৮ কোটি টাকা সাশ্রয় করেছে মিড–ডে মিল খাতে।’‌ তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড–ডে মিলে দুর্নীতির অভিযোগ করেছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই অত্যধিক গরমের জন্য একসপ্তাহের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। তাই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

বাংলার মুখ খবর

Latest News

বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.