
আগামী সপ্তাহেই রাজ্যে আসছে করোনার আরও ভ্যাকসিন
১ মিনিটে পড়ুন . Updated: 17 Jan 2021, 03:04 PM IST- স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই আসবে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় চালান।
শনিবারই রাজ্যে পর্যাপ্ত করোনার ভ্যাকসিন আসেনি বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিনই এল ভাল খবর। রাজ্যে দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিনের চালান আসতে চলেছে আগামী সপ্তাহেই। এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে।
স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই আসবে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় চালান। পুনের সেরাম ইন্সটিটিউট থেকে আসবে ভ্যাকসিন। তবে কত ভ্যাকসিন আসবে তা এখনো জানায়নি কেন্দ্র।
গত মঙ্গলবার রাজ্যে প্রথম দফায় করোনা ভ্যাকসিনের চালান আসে পুনে থেকে। স্পাইস জেটের কার্গো বিমানে প্রায় ৭ লক্ষ টিকা পৌঁছয় দমদম বিমানবন্দরে। সেই টিকা ইতিমধ্যে বিশেষ গাড়িতে করে ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শনিবার থেকে শুরুও হয়ে গিয়েছে টিকাকরণ।