
অপরিবর্তিত বঙ্গের শীতচিত্র, বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস
১ মিনিটে পড়ুন . Updated: 31 Dec 2020, 11:37 AM IST- রাজ্যের অন্যান্য জায়গাতেও বর্ষবরণের রাতে পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস জারি করেছেন আবহবিদরা।
নববর্ষের আগের রাতে তেমন নড়চড় হল না সর্বনিম্ন তাপমাত্রায়। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১৩.৮। রাজ্যের অন্যান্য জায়গাতেও বর্ষবরণের রাতে পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস জারি করেছেন আবহবিদরা।
এক নজরে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা
আসানসোল – ১১.৫
বালুরঘাট – ১২.০
বাঁকুড়া – ১১.৯
বারাকপুর – ১০.৮
বহরমপুর – ১০
বর্ধমান – ১২.৫
ক্যানিং – ১১.৪
কাঁথি – ৯.০
কোচবিহার – ৭.১
দার্জিলিং – ৩.৪
ডায়মন্ড হারবার – ১৩.২
দিঘা – ১২.৪
হলদিয়া – ১৪.১
জলপাইগুড়ি – ৯.৪
কলাইকুন্ডা – ১০.৮
কালিম্পং – ৭.০
মালদা – ১৩.২
মেদিনীপুর – ১৩.৬
পানাগড় – ১০.৬
পুরুলিয়া – ৮.৪
বিধাননগর (কলকাতা) – ১৫.০
শিলিগুড়ি – ৮.০
শ্রীনিকেতন – ৯.৫