বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পশ্চিমী ঝঞ্ঝা দূর হতেই বঙ্গে ফিরল শীতের আমেজ, কলকাতার পারদ নামবে হু হু করে

পশ্চিমী ঝঞ্ঝা দূর হতেই বঙ্গে ফিরল শীতের আমেজ, কলকাতার পারদ নামবে হু হু করে

কলকাতার পারদ নামবে হু হু করে (হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)

রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশপাশে থাকবে৷

পশ্চিমী ঝঞ্ঝা দূর হয়েছে বঙ্গ থেকে। আর ঝঞ্ঝা দূর হতেই আকাশ পরিসষ্কার হয়েছে। আর তাতেই ফের ফিরেছে শীতের আমেজ। তবে আজও পশ্চিমবঙ্গের দুই-একটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মোটের উপর উত্তর থেকে দক্ষিণ আজ রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। আগামী ৪৮ ঘণ্টা কোথাও কোনও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি ও ১৫ ডিগ্রির আশপাশে থাকবে৷ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ আজ ভোরে কুয়াশা থাকলেও বাকি দিনভর আকাশে রোদের দেখা মিলবে। আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকলেও পরে ফের ধাপে ধাপে পারদ চড়বে বলে মনে করা হচ্ছে।

ঝঞ্ঝা দূর হতেই শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করে। শনিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে মেঘ সরে যায় বঙ্গের আকাশ থেকে। এই আবহে সোমবার থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে খবর সূত্রের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। এদিকে মাঘের শুরুতেই শীতের আমেজ ফিরলেও তা দীর্ঘস্থায়ী হবে না। এর মধ্যে শনিবার থেকে আবহাত্তয়া শুষ্ক হতে শুরু করেছে।

বাংলার মুখ খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.