বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভিআইপি নিরাপত্তায় কী ব্যবস্থা? কনভয় মামলায় রাজ্যের কাছে জানতে চাইল আদালত

ভিআইপি নিরাপত্তায় কী ব্যবস্থা? কনভয় মামলায় রাজ্যের কাছে জানতে চাইল আদালত

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

কনভয় দুর্ঘটনায় এফআইআর-এর উপর স্থগিতাদেশ ও সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনা মামলায় ভিআইপি নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়, তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যে রিপোর্ট দিয়ে রাজ্য এই তথ্য জানাতে হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই মামলায় কাউকে ডাকতে পারবে না পুলিশ।

কনভয় দুর্ঘটনায় এফআইআর-এর উপর স্থগিতাদেশ ও সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। মামলায় বিরোধী দলনেতার আইনজীবী আদালতে বলেন, 'যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। রাস্তার ধার দিয়ে সাইকেল চালিয়ে ওই ব্যক্তি যাচ্ছিলেন। সেই সময় কনভয়ের সাত নম্বর বুলেটপ্রুফ গাড়িতে ধাক্কা লাগে।' আদালতে মৃত ব্যক্তির বাবা ও তাঁর আত্মীয়রাও হাজির ছিলেন পৃথক আইনজীবী নিয়ে।

বিচারপতি মান্থার নির্দেশ, রুট লাইনিং, ওয়াচার্স ম্যানেজমেন্ট কী প্রক্রিয়া মেনে হয় তা রাজ্যকে জানাতে। পুলিশকেও তিনি ইয়েলোবুক মেনে কাজ করতে বলেন। বিরোধী দলনেতা আদালতেএই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন।

(পড়তে পারেন। প্রধান বিচারপতির শপথে রাজনৈতিক ক্লাইম্যাক্স, কাছে এসেও দূরত্বে মমতা–শুভেন্দু)

গত বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মারা যান ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিল (৩৩)। ওই সড়ক দিয়ে যখন শুভেন্দুর কনভয় যাচ্ছিল সেই সময় তিনি সাইকেল নিয়ে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। বিরোধী দলনেতার দাবি, তাঁর গাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে ছিল ওই কনভয়। তুলনামূলক ভাবে ভারী গাড়ি বলে, ওই ব্যক্তির মৃত্য হয়েছে।

এই ঘটনার তদন্তও শুরু হয়। রাজ্যের নির্দেশে গাড়ি দুর্ঘটনার তদন্ত ভার নেয় সিআইডি। ঘটনাস্থলে গিয়ে নমুনাও সংগ্রহ করে ফরেন্সিক দল। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। দুর্ঘটনার সিবিআই তদন্ত চান।

(পড়তে পারেন। শিবপুর–রিষড়া–ডালখোলার ঘটনায় ছয়টি এফআইআর করল এনআইএ, কোন পথে তদন্ত? )

বন্ধ করুন