পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা। আর সেই মামলার তদন্তে রাজ্যের গাইডলাইন কী। জানতে চাইল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের তরফে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।এদিকে এর আগেই হাইকোর্ট এনিয়ে নির্দেশ দিয়েছিল। রাজ্য পুলিশের ডিজি এনিয়ে রিপোর্ট দেন।
গোটা রাজ্যে পর্নোগ্রাফি সংক্রান্ত কতগুলি মামলা রয়েছে তারও রিপোর্ট তলব করা হয়েছে সপ্তাহ খানেক পরে সেই রিপোর্ট দিতে হবে পুলিশকে।
প্রসঙ্গত নদিয়ায় এক মহিলাকে ধর্ষণের পর তাঁর নগ্ন ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।এরপর কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ধরন দেখে অবাক হাইকোর্ট।এরপরই ডিজির কাছ থেকে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি।
বর্তমানে রিপোর্টে রাজ্য কী জানিয়েছে?
রাজ্যের তরফে সেই রিপোর্টে জানানো হয়েছে, সাইবার ক্রাইম থানার অফিসারদের এনিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কীভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা নিয়েও জানানো হয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানতে চায়, সোশ্য়াল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগের তদন্তে কী কী তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন। নদিয়ার মুরুটিয়া থানার একটি মামলায় ডিজির রিপোর্ট তলব করা হয়েছে।