বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী সাক্ষাৎ কবে?‌ রাজধানী জুড়ে চর্চার মাঝে এলো তারিখ

প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী সাক্ষাৎ কবে?‌ রাজধানী জুড়ে চর্চার মাঝে এলো তারিখ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (HT_PRINT)

একুশের নির্বাচনের পর এই প্রথম তাঁরা মুখোমুখি আসবেন। ওইদিনই সময় দেওয়া হয়েছে পিএমও থেকে।

আগামী ২৫ জুলাই নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা তিনি নিজেই নবান্ন থেকে জানিয়েছেন। শুধু তাই নয়, নয়াদিল্লি সফরে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। তারপর থেকেই রাজধানীর অলিন্দে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন?‌ সূত্রের খবর, আগামী ২৮ জুলাই যুযুধান দু’‌পক্ষের মধ্যে বৈঠক হতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁকে দেখা করার সময় দিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও মমতা দেখা করার সময় চেয়েছেন তিনি। একুশের নির্বাচনের পর এই প্রথম তাঁরা মুখোমুখি আসবেন। ওইদিনই সময় দেওয়া হয়েছে পিএমও থেকে।

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমি দু–তিনদিনের জন্য নয়াদিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রী আমায় সময় দিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছে আছে।’‌ জানা গিয়েছে, রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী ছাড়াও তিনি বাকি বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করতে পারেন। একুশের মঞ্চ থেকে ইতিমধ্যেই সেই আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতেই নয়াদিল্লি সফর। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জোটের বৈঠকের ফাঁকেই মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

এদিন নবান্ন থেকে দু’টি ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এক, আগামী অগস্ট মাস থেকে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হবে। দুয়ারে সরকারের মাধ্যমেই আবেদনের করা যাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের। যা সেপ্টেম্বর মাস থেকে চালু হবে। এমনকী শিক্ষকদের বদলির আবেদন জানানোর জন্য ‘উৎসশ্রী’ নামক নতুন পোর্টাল সূচনার কথাও ঘোষণা করেন তিনি।

বাংলার মুখ খবর

Latest News

মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.