বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘সমাজ দুর্নীতিতে ভরে গেলে…’, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

‘সমাজ দুর্নীতিতে ভরে গেলে…’, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

স্রেফ ২৫ জন নয়, কমপক্ষে ৫০০ জনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। স্কুলে গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় এমনই দাবি করলেন মামলাকারীরা। (ছবিটি প্রতীকী,. সৌজন্য পিটিআই)

স্রেফ ২৫ জন নয়, কমপক্ষে ৫০০ জনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। স্কুলে গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় এমনই দাবি করলেন মামলাকারীরা।

স্রেফ ২৫ জন নয়, কমপক্ষে ৫০০ জনের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। স্কুলে গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ মামলায় এমনই দাবি করলেন মামলাকারীরা। ওই ৫০০ জনের নাম এবং ঠিকানা-সহ তালিকা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে নিয়োগে যে অনিয়মের ঘিরে অভিযোগ উঠছে, তাতে মধ্যশিক্ষা পর্ষদের নামও জড়িয়ে গিয়েছে।

বুধবার সেই মামলার শুনানিতে স্কুল শিক্ষা কমিশনের (এসএসসি) তরফে দাবি করা হয়েছিল, ২০১৯ সালের ৪ মে'র নিয়োগ সংক্রান্ত কোনও সুপারিশ করা হয়নি। ফলে যে ২৫ জনকে ধরে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, তা ভুয়ো। যদিও বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়, কমিশনের সুপারিশের ভিত্তিতেই ওই ২৫ জনকে নিয়োগ করা হয়েছে। তা নিয়ে রীতিমতো কমিশন এবং পর্ষদের মধ্যে দোষারোপের পালা চলতে থাকে। 

তারইমধ্যে আগামী সোমবারের মধ্যে পর্ষদকে হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে বাড়তি একদিন চায় পর্ষদ। যদিও তাতে রীতিমতো কড়া ভাষায় বিচারপতি বলেন, ‘সমাজ দুর্নীতিতে ভরে গেলে বাড়তি সময় বরাদ্দ করা যায় না।’ কেউ অন্যায় করেনি বলা হচ্ছে। প্রত্যেকে নিজেদের সৎ বলে দাবি করছেন। অথচ দুর্নীতিতে দেশ ভরে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে কমিশন যে হলফনামা পেশ করেছিল, তা গ্রহণ করেনি হাইকোর্ট। তবে সংশোধিত হলফনামা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের যে সুপারিশ করেছিল রাজ্য সরকার, তাতে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষা ও ইন্টারভিউয়ের পর প্যানেল তৈরি করে দেয় কমিশন। অভিযোগ ওঠে, ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলেও বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। ২৫ জনকে নিয়োগের বিষয়ে হাইকোর্টে দায়ের করা হয় মামলা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার কমিশনের সচিবকে তলব করেছিল হাইকোর্ট। সেইমতো বুধবার হাইকোর্টে হাজিরা দিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন কমিশনের সচিব। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, দুপুর তিনটের মধ্যে কমিশনকে আদালতে যাবতীয় তথ্য পেশ করতে হবে। দেওয়া হবে না কোনও বাড়তি সময়। যদি সেটা না হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিআইএসএফ অফিস ঘিরে থাকবে।

পরে হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, যে ২৫ জনের নিয়োগ তুলে ধরে মামলা করা হয়েছে, তাঁদের নামের কোনও সুপারিশ করেনি কমিশন। ২০১৯ সালের মে'র পর নিয়োগ নিয়ে কোনও সুপারিশ করা হয়নি। যদিও হাইকোর্টের তরফে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করা হয়, ওই ২৫ জনের মেমো নম্বরে অসংগতি আছে। সেটা কীভাবে সম্ভব? কমিশনের তরফে দাবি করা হয়, ওই ২৫ জনের নিয়োগ ভুয়ো। তাঁদের নিয়োগ করেনি কমিশন। অর্থাৎ কমিশনের বক্তব্য অনুযায়ী, কীভাবে ওই ২৫ জন চাকরি পেয়েছেন, তা নিয়ে কমিশনের কাছেও কোনও তথ্য নেই। সেই প্রেক্ষিতে ওই ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারইমধ্যে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তদন্তের প্রস্তাব দেওয়া হয়।

বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.