'তুই মুখে কী ক্রিম মাখিস? তুই ঠোঁটে কী ক্রিম মাখিস?' কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মৌখিক পরীক্ষায় (ভাইভা) তরুণী পড়ুয়াকে এমনই প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) এক ছাত্রী অভিযোগ করেন, মৌখিক পরীক্ষায় তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল যে তিনি মুখে এবং ঠোঁটে কী ক্রিম মাখেন? আবার প্রশ্ন করা হয়েছিল যে তিনি ব্রাহ্মণ কিনা। আর সেই ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) নিয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে এরকম কোনও অভিযোগ জমা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওই ভিডিয়োয় কী কী অভিযোগ শোনা গিয়েছে?
ওই ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) এক মহিলাকে বলতে শোনা গিয়েছে, ‘থার্ড সেমেস্টারের ফার্মা ভাইভা (মৌখিক পরীক্ষা)। আমার আগে যে ছেলেটি (ছিল) এবং আমার আগে যে ছেলেটি (ছিল)….আমার আগে যে ছিল, সে গেল। পাঁচ মিনিট ভাইভা হল। চলে এল। আমি গেলাম। (বলল), বস।’
সেইসঙ্গে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘(বলল), নাম কী? বাবার নাম কী? বাবা কী করে? মায়ের নাম কী? মা কী করে? বাড়িতে ভাইবোন আছে কিনা? ঠিক আছে। এটুকু মেনে নিলাম। (তারপর প্রশ্ন করা হল), তুই কি ব্রাহ্মণ? তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে? তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে?’ পাশ থেকে আরও একজন মহিলা অভিযোগ করেন যে ঠোঁট শুকিয়ে গিয়েছে বলে ক্রিম লাগাতেও বলা হয়েছিল।
কলেজের বৈঠকে হামলার অভিযোগ
একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ভাইরাল ভিডিয়োটি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তোলা হয়েছিল। সেদিন কলেজ কাউন্সিলের বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকেই হামলার অভিযোগ উঠেছিল। তার জেরে মাঝপথেই বৈঠক বন্ধ হয়ে গিয়েছিল। পরদিনের বৈঠকে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান।
প্রিন্সিপাল কী বলছেন?
আর সেই পরিস্থিতিতে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন যে যদি এরকম কোনও অভিযোগ জমা পড়ে, তাহলে তদন্ত করা হয়। নেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থা। এটার ক্ষেত্রেও অভিযোগ জমা পড়লে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে।